X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

গাজা এখন ‘মৃত্যু ও হতাশার’ জায়গা: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জানুয়ারি ২০২৪, ১১:২৮আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১১:২৮

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিথস বলেছেন, ফিলিস্তিনের গাজায় শুরু হওয়া ভয়াবহ যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে। এই ভূখণ্ডে হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছে, যাদের বেশির ভাগ নারী ও শিশু। শনিবার (৬ জানুয়ারি) এ খবর জানিয়েছে আলজাজিরা।

মার্টিন গ্রিফিথস বলেন, গত ৭ অক্টোবরের ভয়াবহ হামলার তিন মাস পর গাজা এখন ‘মৃত্যু ও হতাশার’ জায়গায় পরিণত হয়েছে। এখানে হাজার হাজার নারী ও শিশু নিহত ও আহত হয়েছে। পরিবারগুলো খোলা জায়গায় ঘুমাচ্ছে।

তিনি বলেন, যেসব এলাকায় বেসামরিক নাগরিকরা নিরাপত্তার জন্য পুনর্বাসিত হয়েছে, সেগুলোয় আবার বোমাবর্ষণ করা হচ্ছে। হামলা থেকে বাদ যাচ্ছে না স্বাস্থ্যসেবা ব্যবস্থা। অবিরাম আক্রমণের ফলে ব্যাহত হচ্ছে সেসব সুবিধা।

এদিকে গাজায় আংশিক কার্যকরী কয়েকটি হাসপাতালে মানসিক ও শারীরিক আঘাতপ্রাপ্ত রোগীতে ভরপুর। সব ধরনের স্বল্পতার কারণে চিকিৎসা দেওয়া কঠিন হচ্ছে এবং নিরাপত্তার সন্ধানে মানুষ মরিয়া হয়ে উঠেছে। জনাকীর্ণ আশ্রয়কেন্দ্রে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ছে। ফলে এখানে একটি জনস্বাস্থ্য বিপর্যয় উদঘাটন করা হচ্ছে।

জনাকীর্ণ আশ্রয়কেন্দ্রে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ছে জানিয়ে সেক্রেটারি জেনারেল বলেন, এই বিশৃঙ্খলার মধ্যে প্রতিদিন প্রায় ১৮০ ফিলিস্তিনি নারী সন্তান জন্ম দিচ্ছেন। মানুষ মারাত্মকভাবে খাদ্যঘাটতির মুখোমুখি হচ্ছে। দুর্ভিক্ষের দেখা দিয়েছে। বিশ্ব দেখছে, গাজা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এখানকার লোকেরা তাদের অস্তিত্ব নিয়ে প্রতিদিন হুমকি প্রত্যক্ষ করছে।

মার্টিন আরও বলেন, আমরা অবিলম্বে যুদ্ধের সমাপ্তির দাবি জানাচ্ছি। শুধু গাজার জনগণ এবং তার প্রতিবেশীদের জন্য নয়, বরং আগামী প্রজন্মের জন্য, যারা এই ৯০ দিনের নারকীয় হামলা এবং মানবতার ওপর হামলার কথা কখনও ভুলবে না। এই যুদ্ধ কখনোই শুরু করা উচিত ছিল না। কিন্তু এটা শেষ হতে অনেক সময় গড়িয়ে গেছে।

উল্লেখ্য, সর্বশেষ শুক্রবার (৫ জানুয়ারি) রাতে গাজার খান ইউনিস ও দেইর এল-বালাহতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১৫ বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলার পরেই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। এরপর তারা গাজায় নির্বিচার বোমা হামলা শুরু করে। ২৮ অক্টোবর গাজায় প্রবেশ করে ইসরায়েলের স্থল বাহিনী। বোমা হামলা ও স্থল বাহিনীর হামলায় গাজায় এ পর্যন্ত ২২ হাজার ৬০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ৬০ হাজার মানুষ।

/এনএঅঅর/
সম্পর্কিত
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
সর্বশেষ খবর
কেএনএফ’র বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ
কেএনএফ’র বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ
পরিবেশ সংরক্ষণের বিষয়গুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে: পরিবেশমন্ত্রী
পরিবেশ সংরক্ষণের বিষয়গুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে: পরিবেশমন্ত্রী
পটকা-আতশবাজি তৈরি করা ঘরটি উড়ে গেলো বিস্ফোরণে, মা-মেয়েসহ আহত ৪
পটকা-আতশবাজি তৈরি করা ঘরটি উড়ে গেলো বিস্ফোরণে, মা-মেয়েসহ আহত ৪
আবাহনীর ১০ ক্রিকেটার চট্টগ্রামে, একাদশ গঠন নিয়ে বিপাকে সুজন
আবাহনীর ১০ ক্রিকেটার চট্টগ্রামে, একাদশ গঠন নিয়ে বিপাকে সুজন
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ