X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

গাজায় যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে ষষ্ঠ সফরে ব্লিঙ্কেন

আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৪, ২৩:১৪আপডেট : ২০ মার্চ ২০২৪, ২৩:১৪

গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর ষষ্ঠবারের মতো মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বুধবার (২০ মার্চ) সৌদি আরব অবতরণের মধ্য দিয়ে তার এই সফর শুরু হয়েছে। এরপর তিনি মিসর ও ইসরায়েল সফর করবেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার সৌদি আরব সফর শেষে বৃহস্পতিবার মিসর যাবেন ব্লিঙ্কেন। জেদ্দা ও কায়রোতে গাজায় যুদ্ধ নিয়ে আরব নেতাদের সঙ্গে আলোচনার পর শুক্রবার তেল আবিবে তিনি অবস্থান করবেন।

গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে একাধিক ফোনালাপ ও নির্ধারিত সফরের মধ্যেই এই নতুন কূটনৈতিক উদ্যোগে নেমেছেন ব্লিঙ্কেন। সংঘাতের পরিস্থিতি ও ইসরায়েলি আক্রমণের পরিকল্পনা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, জিম্মিদের মুক্ত করার জন্য চলমান আলোচনা নিয়ে ইসরায়েল সরকারের নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন ব্লিঙ্কেন। গাজায় হামাসকে নির্মূলের প্রয়োজনীয়তা, রাফাতে বেসামরিকদের সুরক্ষা ও ত্রাণ বিতরণ বাধাগ্রস্ত না করা এবং ইসরায়েলের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি আলোচনা করবেন।

সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজা উপত্যকার রাফাহ শহরে স্থল অভিযান চালানো ইসরায়েলের বড় ধরনের ভুল হবে।

ফোনালাপে বাইডেন নেতানিয়াহুকে ওয়াশিংটনে সামরিক, গোয়েন্দা ও সাহায্য কর্মকর্তাদের সমন্বয়ে একটি সিনিয়র দলও পাঠাতে বলেছেন। গাজায় ইসরায়েলের বর্তমান রাফাহ পরিকল্পনা সম্পর্কে মার্কিন উদ্বেগ শুনতে-এবং হামাসকে লক্ষ্যবস্তু করে অভিযানের বিষয়ে বিকল্প একটি পদ্ধতি নিয়ে আলোচনা করতে ওয়াশিংটনে উচ্চ প্রতিনিধি দল পাঠাতে রাজি হয়েছেন নেতানিয়াহু।

এর আগে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাতে হামলার অনুমোদন দেন নেতানিয়াহু। রাফাহ শহরে নতুন আশ্রয় নিয়েছে আরও অন্তত তিন লাখ মানুষ।

৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালালে গাজায় দীর্ঘ যুদ্ধের সূত্রপাত হয়। ইসরায়েলের পরিসংখ্যান অনুযায়ী, হামাসের ওইদিনের হামলায় প্রায় ১২০০ জন ইসরায়েলি নিহত হয়েছেন। এসময় আরও ২৫৩ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় সশস্ত্র যোদ্ধারা। ওই হামলার জবাবে গাজায় ওইদিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ৩১ হাজার ৮০০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও  প্রায় ৭৪ হাজার ।

জাতিসংঘের সংস্থার মতে, গাজায় দুর্ভিক্ষ আসন্ন। শুধু মানবিক সহায়তার টেকসই প্রবেশ এবং আরও  সরবরাহ বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জীবন বাঁচাতে পারে।

 

/এএ/
সম্পর্কিত
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
সর্বশেষ খবর
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!