X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা করে রাফার নিয়ন্ত্রণ নিতে অটল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ ২০২৪, ২৩:৩৭আপডেট : ২১ মার্চ ২০২৪, ২৩:৩৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ দেখা দিলেও গাজা উপত্যকার রাফা শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করবে ইসরায়েল। বৃহস্পতিবার (২১ মার্চ) এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা এ কথা বলেছেন। রাফা শহরকে তিনি হামাসের শেষ ঘাঁটি হিসেবে উল্লেখ করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গাজায় ট্যাংক ও সেনা নিয়ে ইসরায়েলি অভিযান নিয়ে উদ্বিগ্ন ওয়াশিংটন। বিশেষ করে সেখানে আশ্রয় নেওয়া লাখো ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় মার্কিন কর্মকর্তাদের এই উদ্বেগ।

বেসামরিকদের সরিয়ে নেওয়া ও মানবাধিকার সহযোগিতার পদক্ষেপ নিশ্চিত করার অঙ্গীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে হোয়াইট হাউজের সহযোগীরা ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আসন্ন দিনগুলোতে আলোচনা করবেন।

ইসরায়েলের কৌশলগত বিষয়ক রন ডারমার বলেছেন, আমরা আত্মবিশ্বাসী যে আমরা তা কার্যকর উপায়ে করতে পারব। শুধু যে সামরিক উপায়ে তা নয়, মানবিক দিক থেকেও। আমরা তা করতে পারব, এই বিষয়ে তাদের (যুক্তরাষ্ট্র) আত্মবিশ্বাস কম।

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা ডারমার বলেছেন, রাফা নিয়ে যুক্তরাষ্ট্রের ধারণাগুলো শুনবে ইসরায়েল। কিন্তু শেষ পর্যন্ত মিসর সীমান্তবর্তী শহরটির নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল। মিত্ররা রাজি হোক বা না হোক।

তিনি বলেছেন, ইসরায়েল একা লড়াই করতে বাধ্য হলেও এটি ঘটবে। এমনকি যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্ব যদি ইসরায়েলের বিপক্ষে চলেও যায়, আমরা লড়াইয়ে জয়ী হওয়ার আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব।

উত্তর গাজায় লড়াই চলমান থাকা অবস্থায় মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আরব নেতাদের সঙ্গে তিনি আলোচনা করছেন। ইসরায়েল বলেছে, তারা একটি সমঝোতার পক্ষে। কিন্তু হামাসকে ক্ষমতায় রেখে যুদ্ধের অবসান তারা ঘটাবে না।

ডারমান বলেছেন, আমরা তাদের কোনও সুযোগ দেব না। আমরা রাফার নিয়ন্ত্রণ নেব। কারণ আমাদের তা করতে হবে। আমি মনে করি মানুষ বুঝতেছে না যে, ৭ অক্টোবরের হামলা ছিল ইসরায়েলের অস্তিত্বের ওপর হামলার একটি মুহূর্ত।

/এএ/
সম্পর্কিত
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
ইইউ দেশগুলোর সম্পর্ক জোরদারে মে মাসে জার্মানি সফরে যাচ্ছেন ম্যাক্রোঁ
কম্বোডিয়ায় অস্ত্রাগার বিস্ফোরণে নিহত ২০
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু