X
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

গাজায় ত্রাণকর্মী নিহতের বিষয়ে যা বললেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
০৩ এপ্রিল ২০২৪, ১১:৪০আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১১:৪০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণকর্মীদের ওপর করা ইসরায়েলি বিমান হামলার ঘটনাটি অনিচ্ছাকৃত ছিল। মঙ্গলবার (২ মার্চ) একটি ভিডিও বার্তায় এই কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

নেতানিয়াহু বলেছেন, গাজা বিমান হামলার সময় ইসরায়েল ভুল করে সাহায্য দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনে (ডব্লিউসিকে) কাজ করা সাত ত্রাণকর্মীকে হত্যা করেছে। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্ররা এই হামলার বিরুদ্ধে ব্যাপক নিন্দা জানানোর পর এ ঘটনার ব্যাখ্যা চাইলে ভিডিও বার্তায় এই কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

ফিলিস্তিনি এই ভূখন্ডে ইসরায়েলের অবরোধ ও হামলা প্রায় ছয় মাসে গড়িয়েছে। গাজার এই বিপর্যয়কর মানবিক পরিস্থিতি দূর করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য চাপ বাড়িয়েছে আন্তর্জাতিরক মহল। এরমধ্যে এই হামলার ঘটনা ঘটলো।

একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন, ‘দুর্ভাগ্যবশত গত দিনে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। আমাদের বাহিনী অনিচ্ছাকৃতভাবে গাজা উপত্যকায় যোদ্ধা নয় এমন ব্যক্তিদের ক্ষতি করেছে।’

তিনি বলছিলেন, ‘যুদ্ধে এমনটি ঘটে। তবে আমরা এই ঘটনার একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করছি। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে যা যা করা দরকার তার সবকিছু আমরা করব।’

অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য ‘আন্তরিকভাবে দুঃখ’ প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ‘একটি স্বাধীন, পেশাদার এবং বিশেষজ্ঞ সংস্থা’র মাধ্যমে এই ঘটনা তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছে তারা।

ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের গাড়ি বহরে সোমবারের হামলায় নিহত সাতজনের মধ্যে অস্ট্রেলিয়া, ব্রিটেন এবং পোল্যান্ডের নাগরিকের পাশাপাশি ফিলিস্তিনি এবং যুক্তরাষ্ট্র ও কানাডার একজন দ্বৈত নাগরিক রয়েছেন।

সেলিব্রিটি শেফ জোসে আন্দ্রেস ডব্লিউসিকে প্রতিষ্ঠা করেছিলেন। সংস্থাটি বলেছে, তাদের কর্মীরা ওইদিন দাতব্য সংস্থাটির লোগো মোড়ানো দুটি সাঁজোয়া গাড়ি এবং অন্য একটি বাহনে করে ভ্রমণ করছিলেন। তখন ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে তাদের চলাচলের গতিবিধির আপডেট জানানো হচ্ছিলো।

জাতিসংঘের মতে, অক্টোবর থেকে গাজায় কমপক্ষে ১৯৬ মানবিক কর্মী নিহত হয়েছেন। এর আগে, ইসরায়েলের বিরুদ্ধে সাহায্য বিতরণ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করার অভিযোগ করেছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।

/এএকে/
সম্পর্কিত
চীন-থাইল্যান্ড সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানালেন সি
মার্কিন সীমান্তে ১০ হাজার সেনা মোতায়েন করলো মেক্সিকো
যুদ্ধের পর ইসরায়েলই গাজাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে: ট্রাম্প
সর্বশেষ খবর
প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা সংস্কার কমিটি থেকে পদত্যাগের কথা জানালেন স্যাম জাহান
প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা সংস্কার কমিটি থেকে পদত্যাগের কথা জানালেন স্যাম জাহান
গভীর রাতে ৩২ নম্বরে জিয়াফত আয়োজন
গভীর রাতে ৩২ নম্বরে জিয়াফত আয়োজন
ন্যাশনাল ব্রেকফাস্টে অংশ নিলেন বিএনপির প্রতিনিধিদল
ন্যাশনাল ব্রেকফাস্টে অংশ নিলেন বিএনপির প্রতিনিধিদল
মধ্যরাতে শেখ সেলিমের বাড়িতে ভাঙচুর-আগুন
মধ্যরাতে শেখ সেলিমের বাড়িতে ভাঙচুর-আগুন
সর্বাধিক পঠিত
‘আমি স্তম্ভিত’
‘আমি স্তম্ভিত’
‘খুলনার আর কোথাও ভাঙচুর হলে এর দায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন নেবে না’
‘খুলনার আর কোথাও ভাঙচুর হলে এর দায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন নেবে না’
আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার সময় এলাকাবাসীর ধাওয়া, আহত ৩
আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার সময় এলাকাবাসীর ধাওয়া, আহত ৩
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতা গ্রেফতার
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতা গ্রেফতার
ধরুন, শিশুটি আপনার সন্তান
ধরুন, শিশুটি আপনার সন্তান