অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি অভিযানে অন্তত ৭ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ মে) রাতভর সেখানে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। প্রত্যক্ষদর্শী ও ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে এক চিকিৎসক ও দুইজন কিশোর রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, শহরটিতে অবস্থান নেওয়া সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দুকধারীকে গুলি করেছে সেনারা। হামাস, ফাতাহ এবং ইসলামিক জিহাদসহ সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি দীর্ঘস্থায়ী কেন্দ্র এই শহর।
অ্যাম্বুলেন্স চালক হাজিম মাসারওয়া বলেছেন, ইসরায়েলি বাহিনী হঠাৎ করে ওই এলাকায় অভিযান চালায়। রাস্তায় তারা যাকেই দেখতে পেয়েছিল তাকেই গুলি করেছিল। তারা চলমান যেকোনও কিছুকেই লক্ষ্যবস্তু করছিল।’
কমপক্ষে ২০টি যানবাহন নিয়ে সেখানে প্রবেশ করেছিল ইসরায়েলি বাহিনী। সাঁজোয়া বুলডোজার দিয়ে শহরের কেন্দ্রের কাছে রাস্তাগুলো ধ্বংস করে দিয়েছে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত বাড়ার সঙ্গে সঙ্গে গুলি ও বিস্ফোরণের শব্দও শোনা যায়। তবে ধীরে ধীরে লড়াইয়ের তীব্রতা কমতে শুরু করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন শিক্ষক এবং একজন ডাক্তার রয়েছেন। তারা কাজের উদ্দেশে শহরের দিকে যাচ্ছিলেন। এছাড়া, নিহতদের মধ্যে একজন ১৫ বছর এবং আরেকজন ১৬ বছর বয়সী কিশোরও ছিল। বাকিদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি।