X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ইসরায়েলের ৩ জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৩আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৩

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনের গাজায় জিম্মি থাকা তিন বন্দিকে মুক্তি দিতে যাচ্ছে হামাস। শনিবার (৮ ফেব্রুয়ারি) ইসরায়েলের কারাগারগুলোয় বন্দি থাকা ১৮৩ জন ফিলিস্তিনির বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শনিবার মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনিদের সবাই পুরুষ। তাদের বয়স ২০ থেকে ৬১ বছরের মধ্যে।

হামাসের পক্ষ থেকে যে তিনজনের নাম জানানো হয়েছে, তারা সবাই বেসামরিক ব্যক্তি। তারা হলেন ৫২ বছর বয়সী এলি শারাবি, ৫৬ বছর বয়সী ওহাদ বেন আমি এবং ওর লেভি। রেভির বয়স ৩৪ বছর।

এই তিনজনের নামের তালিকা পাওয়ার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর। এই তিনজনের পরিবার ও স্বজনদের তাদের মুক্তির কথা জানানো হয়েছে।

জিম্মি মুক্তি উপলক্ষ্যে এরই মধ্যে গাজার মধ্যাঞ্চল-দেইর এল-বালাহ এলাকায় পৌঁছেছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির যানবাহনের একটি বহর।

এদিকে গাজা উপত্যকা থেকে ইসরায়েলে ফিরে আসা বন্দীদের অভ্যর্থনার জন্য ইসরায়েলি বিমান বাহিনী তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাজার বেড়ার কাছে একটি সামরিক স্থাপনায় প্রাথমিক তল্লাশির পর হেলিকপ্টারগুলো তিন জিম্মিকে মধ্য ইসরায়েলের হাসপাতালে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

গত ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর পর থেকে এখন পর্যন্ত ১৮ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েলের পক্ষ থেকেও ৩৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করা হয়েছে।

এদিকে মুক্তি পেতে চলা বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দির বাড়িতে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি বন্দীদের মিডিয়া অফিস জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীর এবং জেরুজালেমের শহর ও গ্রামে এই অভিযান চালানো হয়েছে।

/এস/
সম্পর্কিত
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
মার্কিন অস্ত্র সহায়তা স্থগিতে রুশ হামলা জোরদারের শঙ্কায় ইউক্রেন
গাজায় যুদ্ধবিরতিট্রাম্পের ‘চূড়ান্ত’ প্রস্তাব পর্যালোচনা করছে হামাস, নির্মূলের অঙ্গীকার ইসরায়েলের
সর্বশেষ খবর
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ওআইসি মহাসচিবের সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির বৈঠক
ওআইসি মহাসচিবের সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির বৈঠক
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন