X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

গাজা-মিসর সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৯আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৮

হামাসের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা ছিল। কিন্তু যুদ্ধবিরতির মেয়াদ প্রায় শেষ হওয়ার আগে ইসরায়েল জানালো, গাজা-মিসর সীমান্ত সংলগ্ন ফিলাডেলফি করিডোর থেকে সেনা সরানো হবে না। এক ইসরায়েলি সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি বলেছে, আমরা ফিলাডেলফি করিডোর থেকে সরে আসব না। আমরা হামাসের সন্ত্রাসীদের আবার ট্রাক ও রাইফেল নিয়ে আমাদের সীমান্তে ঘোরাফেরা করতে দেবো না। আমরা তাদের পাচারের মাধ্যমে আবার শক্তিশালী হতে দেবো না।

এর কয়েক ঘণ্টা আগেই হামাস প্রথম ধাপে মুক্তির জন্য নির্ধারিত শেষ জিম্মিদের হস্তান্তর করেছে।

ইসরায়েল ও হামাসের মধ্যে ৪২ দিনের যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে সম্প্রসারণের আলোচনা শুরুর কথা ছিল তিন সপ্তাহ আগে। তবে আলোচনা শুরু হয়েছে কিনা, তা স্পষ্ট নয়। প্রথম ধাপে হামাসের হাতে থাকা ৩৮ জন ইসরায়েলি জিম্মি এবং ইসরায়েলের হাতে থাকা কয়েক হাজার ফিলিস্তিনি বন্দি ও আটক ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়েছে। এই ধাপের মেয়াদ শেষ হচ্ছে শনিবার।

গত মে মাসে ইসরায়েলি সেনাবাহিনী মিসর সীমান্ত সংলগ্ন ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ নেয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, এই সীমান্ত নিয়ন্ত্রণ ইসরায়েলের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে ইসরায়েলকে গাজা উপত্যকা থেকে সব সেনা প্রত্যাহার করতে হবে, যার মধ্যে মিসর সীমান্তও অন্তর্ভুক্ত। এর বিনিময়ে হামাসকে বেঁচে থাকা সব ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হবে। হামাস গত রাতে প্রথম ধাপে মুক্তির জন্য নির্ধারিত শেষ চার মৃত জিম্মির মরদেহ হস্তান্তর করার পর দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

হামাস বলেছে, নেতানিয়াহু ও তার সরকার চুক্তি থেকে সরে আসার বা এতে বাধা দেওয়ার যেকোনও চেষ্টা জিম্মি ও তাদের পরিবারের জন্য আরও বেশি দুর্ভোগ ডেকে আনবে।

নেতানিয়াহু বৃহস্পতিবার নিরাপত্তা সংক্রান্ত আলোচনা করতে যাচ্ছেন। সিএনএন সূত্র বলেছে, এই আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে দ্বিতীয় ধাপের আলোচনা চালিয়ে যাওয়ার জন্য একটি প্রতিনিধিদল পাঠানো হবে কিনা এবং সেই দলকে কী ম্যান্ডেট দেওয়া হবে।

ইসরায়েলের আরেক সূত্র সিএনএনকে বলেছে, নেতানিয়াহু গাজা থেকে সেনা প্রত্যাহার না করেই যুদ্ধবিরতির প্রথম ধাপটি বাড়িয়ে আরও জিম্মি মুক্ত করতে চান। সরকার প্রথম ধাপটি যতটা সম্ভব বাড়ানোর চেষ্টা করছে বলে সূত্রটি জানিয়েছে।

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার পার্টি এগিয়ে
পাকিস্তানকে দেওয়া ঋণ পর্যালোচনা করতে আইএমএফকে ভারতের অনুরোধ
ইউক্রেনের কাছে এফ-১৬ প্রশিক্ষণ বিমান বিক্রয়ের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
ঢাকায় আসছে কানাডার ব্যবসায়িক প্রতিনিধিদল
ঢাকায় আসছে কানাডার ব্যবসায়িক প্রতিনিধিদল
গাজীপুরে ইমাম হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
গাজীপুরে ইমাম হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার পার্টি এগিয়ে
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার পার্টি এগিয়ে
আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’