X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

সিরীয় যুদ্ধের নির্দেশ নিয়ে যা বললেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৭ এপ্রিল ২০১৭, ১৫:৪৭আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ১৯:৪৫

ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে চলছে সমালোচনার ঝড়। যুক্তরাষ্ট্রের দাবি, সিরিয়া মঙ্গলবার নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করার জবাবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (সিরীয় সময় শুক্রবার ভোর) সিরিয়ায় হামলার চালানোর নির্দেশের ঘোষণা দিয়ে এক বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘প্রিয় আমেরিকানরা, মঙ্গলবার সিরিয়ায় নিষ্পাপ মানুষের উপর ভয়াবহ রাসায়নিক হামলা চালিয়েছে দেশটির স্বৈরশাসক বাশার আল আসাদ। অসহায় শিশু ও নারীসহ অনেককেই শ্বাসরোধ করে হত্যা করেছেন আসাদ। বর্বর এই হামলায় প্রাণ হারিয়েছে নিষ্পাপ ফুটফুটে শিশুরা। কোনও শিশুরই এমন কিছুর ঘটা উচিত নয়।’

ট্রাম্প বলেন, ‘আজ আমি সিরিয়ার যেখান থেকে এই হামলা চালানো হয়েছিল সেখানে সামরিক হামলা চালানোর নির্দেশ দিয়েছি। রাসায়নিক অস্ত্র বন্ধ ও প্রতিরোধ করা যুক্তরাষ্ট্রের জাতীয় ও নিরাপত্তা স্বার্থ। সিরিয়া নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করে রাসায়নিক অস্ত্র আইন ভঙ্গ করেছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আহ্বান প্রত্যাখান করেছে।’

আসাদকে ক্ষমতাচ্যুত করার অনেক দিনের চেষ্টা ব্যর্থ হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘শরণার্থী সমস্যা আরও প্রকট হচ্ছে ও পরিস্থিতি অস্থিতিশীল হচ্ছে। এতে করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা হুমকির মুখে পড়ছে।’

বিবৃতির শেষে ট্রাম্প বলেন, ‘এজন্য আজ রাতে আমি সব দেশকে সিরিয়ার এই হত্যাযজ্ঞ থামাতে ও সব ধরনের সন্ত্রাস বন্ধে এগিয়ে আসার আহ্বান জানাই। আমাদের পৃথিবীর এই অবস্থায় ঈশ্বরের সাহায্য চাই। আহত ও নিহতদের জন্য প্রার্থনা করি। আমরা আশা করি, যুক্তরাষ্ট্র সুবিচার, শান্তি ও সম্প্রীতি রক্ষায় সচেষ্ট থাকবে।’

উল্লেখ্য, মঙ্গলবার সকালে সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশের খান শেইখুনে চালানো ওই রাসায়নিক গ্যাস হামলায় অন্তত ৮৬ জন নিহত হন। শুরু হয় পারস্পরিক দোষারোপ। এই হামলায় সরকারি বাহিনীকে দুষছে আসাদবিরোধী মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। বিদ্রোহীদের ওপর বিমান হামলায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছে সিরিয়া সরকার। রাশিয়া দাবি করেছে, বিদ্রোহীরা রাসায়নিক অস্ত্রের মজুদ গড়ে তুলেছিল। বিমান হামলায় তা বিস্ফোরিত হয়েছে, আসাদ সরকার রাসায়নিক হামলা চালায়নি।

এরপর শুক্রবার ভোর রাতে সিরিয়ার একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিবৃতিতে বলা হয়, ভূমধ্যসাগরে অবস্থান করা যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজ ইউএসএস পোর্টার এবং ইউএসএস রস থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নিয়ন্ত্রিত ওই বিমানঘাঁটিতে ৫৯টি টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। হামলায় ঘাঁটিতে রাখা যুদ্ধবিমান ও হেলিকপ্টারসহ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়। সূত্র: রয়টার্স

/এমএইচ/এএ/

সম্পর্কিত
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস