X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

টেলিফোন করে সু চিকে রোহিঙ্গা ইস্যুতে পদক্ষেপ নেওয়ার আহ্বান ইউরোপীয় ইউনিয়নের

বিদেশ ডেস্ক
১৯ অক্টোবর ২০১৭, ১৬:১৬আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১৬:১৯
image

মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চিকে রোহিঙ্গা সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ। সংস্থাটির এক্সটার্নাল অ্যাকশন বিষয়ক ওয়েবসাইট ইইএএস-এর এক প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে। সম্প্রতি মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের দুই দিনের মাথায় সু চিকে টেলিফোন করে পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হলো।
সুচি-ফেডেরিকা

ইইএএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে সু চিকে টেলিফোনে সহিংসতা বন্ধ, রাখাইনে ত্রাণকর্মীদের অবাধ প্রবেশাধিকার নিশ্চিতকরণ আর বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের তাগিদ দিয়েছেন ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি।

চলতি মাসের ১৬ তারিখে একই কর্মকর্তা  ফেডেরিকা মোগেরিনির সভাপতিত্বে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাংসহ দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের ওপর আমন্ত্রণ নিষেধাজ্ঞা আরোপ করে ইইউ। ওইদিন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে গৃহীত এ সংক্রান্ত এক প্রস্তাবে বলা হয়, মিয়ানমারের সঙ্গে সব ধরনের সামরিক সহযোগিতা তারা পুনর্মূল্যায়ন করবে।  অভ্যন্তরীণ দমননীতিতে ব্যবহারযোগ্য কোনও অস্ত্র মিয়ানমারের কাছে বিক্রি না করার বিষয়েও ব্যবস্থা নিয়েছে ইইউ। এতেও পরিস্থিতির উন্নতি না হলে ইউরোপীয় কাউন্সিল বাড়তি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয়।

আগামী মাসে মিয়ানমারে অনুষ্ঠেয় আসেম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের পাশে রোহিঙ্গা বিষয়ে গঠনমূলক আলোচনার ওপর জোর দিয়ে বলা হয় ইউরোপীয় ইউনিয়ন এশিয়ার অন্য দেশগুলোর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ রাখবে। এছাড়া, আসিয়ান জোটভুক্ত ১০টি দেশের মধ্যে যারা ইউরোপীয় ইউনিয়নের অংশীদার তাদেরও এ বিষয়ে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানানো হয় প্রস্তাবে।

সু চির সঙ্গে ফোনালাপেও আসিয়ান সম্মেলনের প্রসঙ্গে কথা বলেন মোগেরিনি।

/বিএ/
সম্পর্কিত
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বশেষ খবর
মহিলা দলের নেত্রী আসমা আজিজের বাবা মারা গেছেন
মহিলা দলের নেত্রী আসমা আজিজের বাবা মারা গেছেন
কেএনএফ’র বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ
কেএনএফ’র বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ
পরিবেশ সংরক্ষণের বিষয়গুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে: পরিবেশমন্ত্রী
পরিবেশ সংরক্ষণের বিষয়গুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে: পরিবেশমন্ত্রী
পটকা-আতশবাজি তৈরি করা ঘরটি উড়ে গেলো বিস্ফোরণে, মা-মেয়েসহ আহত ৪
পটকা-আতশবাজি তৈরি করা ঘরটি উড়ে গেলো বিস্ফোরণে, মা-মেয়েসহ আহত ৪
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ