X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মোদিকে জেতানো নির্বাচন বিশেষজ্ঞ এবার তৃণমূলে?

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০১৯, ০৫:৪১আপডেট : ০৭ জুন ২০১৯, ০৮:৪৯
image

বিশিষ্ট নির্বাচন বিশেষজ্ঞ প্রশান্ত কিশোরের সঙ্গে দেখা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, এবারের নির্বাচনে অন্ধ্রপ্রদেশের জগমোহন রেড্ডির জয়ের নেপথ্যে ছিল প্রশান্তের মস্তিষ্ক। এর আগে নীতীশ কুমার ও নরেন্দ্র মোদিকেও নির্বাচনে বিজয়ী করতে ভূমিকা রেখেছেন তিনি।

মোদিকে জেতানো নির্বাচন বিশেষজ্ঞ এবার তৃণমূলে? বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রীর বাসভবন নবান্নে মমতার সঙ্গে প্রায় চল্লিশ মিনিটের বৈঠক হয় প্রশান্ত কিশোরের। আলোচনায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের আইনপ্রণেতা ও মমতার ভাইপো অভিষেক বন্ধ্যোপাধ্যায়। এক বর্ষীয়ান নেতা নাম গোপন রাখার শর্তে ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, "প্রশান্ত একজন নির্বাচন বিশেষজ্ঞ এবং আমাদের নেত্রী লোকসভা ভোটের ফলের কারণ এবং ধারা নিয়ে ওর পর্যবেক্ষণ শুনেছেন। রাজ্যে বিজেপির অগ্রগতি আটকাতে একটি রোডম্যাপও তৈরি করেছেন তারা।"

এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে বিজেপি। গত লোকসভা নির্বাচনে বিজেপি যেখানে ২টি মাত্র আসন পেয়েছিল, এবার সেখানে ৪২ লোকসভা আসনের মধ্যে ১৮ টি নিজেদের দখলে নিয়েছে তারা। তৃণমূল কংগ্রেসের আসন ৩৪ থেকে কমে দাঁড়িয়েছে ২২-এ। ২০০৯-এর লোকসভা ভোট থেকে ক্রমাগত জিতে আসা তৃণমূল কংগ্রেসের পক্ষে এবারের ফল বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

২০২১ সালে এ রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা। তৃণমূল কংগ্রেস সূত্রকে উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মমতা এবং প্রশান্ত কিশোর লোকসভা ভোটে তৃণমূলের খারাপ ফলের কারণ নিয়ে আলোচনা করেন। প্রশান্ত কিশোর আসন বিভিন্ন ধরে ধরে ধরে তার মতামত হাজির করেন মমতার কাছে। 

নির্বাচন কৌশলী হিসেবে খ্যাত প্রশান্ত কিশোর ২০১৪ সালে মোদির উদ্ভাবনী নির্বাচনী প্রচারে নিজস্ব উপাদান জুগিয়ে তার বিজয়ে ভূমিকা রেখেছিলেন। ২০১৫ সালের বিহার বিধানসভা ভোটে নীতীশ কুমারের নির্বাচনী প্রচারের কৌশল রচনা করেছিলেন তিনি। ২০১৮ সালের সেপ্টেম্বরে তিনি জেডিইউ-তে যোগ দেন এবং এক মাস পরে সে দলের জাতীয় সহ সভাপতি হন।

অন্ধ্র প্রদেশে এবার ওয়াই এস আর কংগ্রেস ২৫টি লোকসভা আসনেই বিজয়ী হয়েছে। তাদের জয়ের কৃতিত্ব দেওয়া হচ্ছে প্রশান্ত কিশোরকেই। ১৭৫টি বিধানসভা আসনের  মধ্যে ১৫০টিরও বেশি আসনে জিতেছে তারা। ২০১৭ সালের মে মাসে জগনের বিশেষ উপদেষ্টা পদে নিযুক্ত হন প্রশান্ত। সে সময় তেলুগু দেশম পার্টি  ও চন্দ্রবাবু নাইডুর কাছ থেকে ক্ষমতা দখল করার কৌশল রচনা করেছিলেন তিনি।

 

/বিএ/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!