X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের অভিশংসন চান আক্রমণের শিকার নারী আইনপ্রণেতারা

বিদেশ ডেস্ক
১৭ জুলাই ২০১৯, ১৭:১৪আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১৭:১৬
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বর্ণবাদী’ আক্রোশের শিকার হওয়া কংগ্রেসের চার নারী সদস্য তার বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন। সোমবার এক সংবাদ সম্মেলনে ওই নারী সদস্যরা মার্কিনিদের ‘ট্রাম্পের বাজি’তে না ভোলার আহ্বান জানায়।  তাদের কেউ কেউ ট্রাম্পের অভিশংসনেরও দাবি তোলেন। ট্রাম্পের অভিশংসন চান আক্রমণের শিকার নারী আইনপ্রণেতারা

সোমবার কংগ্রেসের কয়েকজন নারী সদস্যকে নিয়ে বিদ্বেষমূলক টুইট করেন ডোনাল্ড ট্রাম্প। ধারাবাহিক তিনটি টুইট পোস্ট করে কংগ্রেসের চার নারী ডেমোক্র্যাট সদস্যকে কটাক্ষ করেন তিনি।  ওই টুইটে ট্রাম্প অভিযোগ করেন, নারী কংগ্রেস সদস্যরা এমন দেশ থেকে এসেছেন যেখানকার সরকার সম্পূর্ণ বিপর্যস্ত।" তাই সেখানেই তাদের ফিরে যেতে বলেন তিনি।  তার এই টুইটের পর শুরু হয়েছে সমালোচনা, অনেকে একে বর্ণবাদ বলে আ্যখা দেন।

 ট্রাম্পের এই টুইট মূলত চারজন ভিন্ন বর্ণের নারী আইনপ্রণেতার উদ্দেশে। তাদের তিনজনের জন্ম যুক্তরাষ্ট্রে আরেকজন শিশু অবস্থাতেই যুক্তরাষ্ট্রে যান এবং সেখানই বসবাস শুরু করেন। অ্যালেকজান্ডার ওকাসিও , রশিদা তালিব, আয়না প্রিসলি ও ইলহান ওমর চারজন নারী সদস্যই ট্রাম্পের এমন টুইটের সমালোচনা করেছেন।  প্রিসলি বলেন, ‘এটা আসলে ট্রাম্প প্রশাসনের করা বিশৃঙ্খলা ও দুর্নীতি ঢাকার একটি কৌশল মাত্র।  

আর ওমর এবং রশিদা তালিব আবারও ট্রাম্পের অভিসংশনের দাবি জানিয়েছেন।  প্রিসলি বলেন, ‘ট্রাম্প আমাদের চাপে ফেলে চুপ করাতে পারবে না। তিনি বলেন, ‘যারা পৃথিবীকে সুন্দর করতে চায় তারা সবাই আমদের সঙ্গে আছেন।’ ওই চার নারী বলেন, স্বাস্থ্যসেবা, অস্ত্র সহিংসতা ও মেক্সিকো সীমান্তে অভিবাসী আটকের বিষয় সামনে আসা উচিত। ওমর বলেন, ইতিহাসের চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। তিনি অভিবাসীদের বিরুদ্ধে আটক অভিযানের সমালোচনা করেন।

ওমর বলেন, ট্রাম্পের এই আক্রোশ আসলে তার শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তিনি দেশকে বিভক্ত করার বাইরে আর কিছুই করতে পারেননি। তালিব বলেন, ট্রাম্পের বক্তব্য সালে বর্ণবাদী ও জেনোফোবিক আদর্শেরই অব্যাহত ধারা।  তিনি বলেন, আমরা আমাদের দেশের আইন অনুযায়ী তাকে দোষী মনে করি।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
ইরানের ওপর আসতে পারে আরও নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে সংযমের আহ্বান ইরাকি নেতার
আদালতে হাজির হয়ে ট্রাম্প বললেন, ‘এটি কেলেঙ্কারির বিচার’
সর্বশেষ খবর
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫