X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মেহবুবা মুফতির সঙ্গে মেয়েকে দেখা করতে দেওয়ার নির্দেশ

বিদেশ ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২৯আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৫

কারাগারে আটক কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে তার মেয়েকে দেখা করতে দেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। এ সংক্রান্ত আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার এই রায় দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। এক মাস ধরে মায়ের সঙ্গে দেখা করতে পারছেন না জানিয়ে ওই আবেদনে তার মেয়ে ইলতিজা জাভেদ মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা জাভেদ

গত ৫ আগস্ট কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিল করে বিশেষ মর্যাদা কেড়ে নেয় ভারত। এই সিদ্ধান্ত ঘিরে সেখানকার শত শত রাজনৈতিক নেতাকে আটক করা হলে তাদের সঙ্গে প্রথমে গৃহবন্দি ও পরে আটক হন কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তাকে রাখা হয়েছে শ্রীনগরের কাছে চশমে শাহীতে। তার মেয়ে ইলতিজা জাভেদ অভিযোগ করে আসছেন মায়ের সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এনিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন তিনি।

বৃহস্পতিবার ওই আবেদেনর শুনানিতে ইলতিজা জাভেদ বলেন, মায়ের সঙ্গে তাকে দেখা করতে দিচ্ছে না কর্তৃপক্ষ। পরে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ কেন্দ্রীয় সরকারের আইনজীবী ও সলিসিটার জেনারেল তুষার মেহতার কাছে জানতে চান, আপনারা কি এই নারীর মায়ের সঙ্গে দেখা করার পথে বাধা হয়ে দাঁড়াবেন? জবাবে সলিসিটার জেনারেল বলেন, ‘না’।

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ইলতিজা জাভেদের কাছে জানতে চান, চেন্নাই থেকে শ্রীনগরে আপনার যাওয়া আটকে রেখেছে কে? বাধা কী? জবাবে আদালতে ইলতিজা জাভেদ বলেন, ‘তারা আমাকে চেন্নাই যেতে দিচ্ছে কিন্তু শ্রীনগরের ঘুরতে দিচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে মায়ের সঙ্গে দেখা করতে চাই। আর শ্রীনগরের ঘুরে রেড়ানোর অনুমতি চাই’। জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘এটা প্রত্যেক নাগরিকে অধিকার’।

ইলতিজা জাভেদকে তার মায়ের সঙ্গে দেখা করার অনুমতি দিয়ে শীর্ষ আদালত বলে শ্রীনগরে ঘুরে বেড়ানো নিয়ে উদ্বেগ থাকায় তা কর্তৃপক্ষের অনুমোদনের বিষয়। ভারত সরকার জানিয়েছে, জেলা ম্যাজিস্ট্রেটের কাছে হাজির হলে ইলতিজা জাভেদকে মেহবুবা মুফতির সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হবে।

গত মাসে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে লেখা এক চিঠিতে ইলতিজা জাভেদ বলেছিলেন, কাশ্মিরে অচলাবস্থা শুরুর পর থেকে তাকে খাঁচার প্রাণীর মতো আটকে রাখা হয়েছে আর বঞ্চিত করা হচ্ছে মৌলিক মানবাধিকার থেকে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!