X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

উত্তর প্রদেশে নারী বিক্ষোভকারীদের কম্বল কেড়ে নিলো পুলিশ

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০২০, ২১:২৬আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ২১:৩৪

ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে দিল্লির পর এবার উত্তর প্রদেশে মাঠে নেমেছেন নারী বিক্ষোভকারী। শুক্রবার লক্ষ্ণৌয়ে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। শীত উপেক্ষা করেও কর্মসূচি চালিয়ে যান তারা। শনিবার তাদের খাবার ও কম্বল কেড়ে নিয়েছে পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ, রাতে খোলা আকাশের নিচে বসে থাকার জন্য যে প্লাস্টিক শিট তারা এনেছিলেন তাও কেড়ে নেওয়া হয়েছে।

উত্তর প্রদেশে নারী বিক্ষোভকারীদের কম্বল কেড়ে নিলো পুলিশ

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার প্রায় ৫০ জন নারী লক্ষ্ণৌ শহরের ঘণ্টাঘরের সিঁড়ির কাছে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি শুরু করেন। শনিবার ওই প্রতিবাদে আরও নারী ও শিশুরা যোগ দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীদের জমায়েতে এসে কম্বল কেড়ে নিয়ে চলে যাচ্ছে পুলিশ। নিয়ে নিচ্ছে খাবারও।

তবে পুলিশের বিরুদ্ধে আনা এ অভিযোগ অস্বীকার করেছে উত্তরপ্রদেশ সরকার। রবিবার শহরের পুলিশের পক্ষ থেকে গুজব না ছড়ানোর জন্য আবেদনও জানানো হয়।

কিন্তু ভিডিওতে দেখা গেছে, নারী আন্দোলনকারী পুলিশকে প্রশ্ন করছেন, কেন তাদের কম্বল তুলে নিয়ে যাওয়া হচ্ছে।  বিক্ষোভকারী নারী ও শিশুদের জন্য খাবার ও কম্বল নিয়ে আসা এক শিখ ব্যক্তি বলেন, ‘আমরা সাধারণ মানবিকতা থেকে এখানে এসেছি। কিন্তু কিছু পুলিশ এই আন্দোলন থামাবোর জন্য ঘৃণ্য উপায় নিয়েছে।’

পুলিশ এক বিবৃতিতে বলেছে, ঘণ্টাঘরের কাছে বিক্ষোভকারীরা কোনও অনুমতি ছাড়াই তাবু খাটানোর চেষ্টা করছিলেন। অনেকেই সেখানে কম্বল বিতরণ করছিলেন। ফলে বহু মানুষ এসে ভিড় করেন যারা আন্দোলনকারী নন। তারা কেবল কম্বল নিতে এসেছিলেন। তাই ভিড় সরাতে হস্তক্ষেপ করে পুলিশ এবং কম্বলগুলি সরিয়ে নিয়ে যাওয়া হয়।

তবে পুলিশের বিবৃতিকে বিশ্বাস করছেন না সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। তারা যোগী আদিত্যনাথের সরকারের বিরুদ্ধে দমনপীড়নের অভিযোগ আনছেন। অনেকে প্রশ্ন তুলছেন, কোন আইনে বিক্ষোভকারীদের কম্বল কেড়ে নেওয়া হয়েছে?  আবার কেউ ব্যঙ্গ করে লিখেছেন, ‘আশা করছি বিক্ষোভকারীদের কম্বল কেড়ে নিয়ে প্রভুদের ভাল ঘুম হয়েছে’।

নাগরিকত্ব আইনের বিরোধিতায় বেশ কিছুদিন ধরে দিল্লির শাহিনবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন পাঁচ শতাধিক নারী। তাদের অনুপ্রেরণায় উত্তর প্রদেশের পাশাপাশি কলকাতার পার্কসার্কাস ময়দানে জমায়েত করেছেন বিক্ষোভকারী নারীরাও। 

/এএ/
সম্পর্কিত
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী