X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

তালেবানের সঙ্গে নতুন চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র!

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৪৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৪৭

আফগানিস্তানে তালেবানের সঙ্গে একটি নতুন চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ট্রাম্প প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এপি। তালেবানের সঙ্গে নতুন চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র!
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানিয়েছেন, দুই পক্ষ একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। খুব শিগগিরই এটি কার্যকর হবে এবং আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়া হবে।

চুক্তিতে উভয় পক্ষের সম্মতির কথা জানা গেলেও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত কোনও ঘোষণা আসেনি। তবে এর আগে ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ব্রাসেলসে এ নিয়ে কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার। তিনি সাংবাদিকদের বলেন, আফগানিস্তানের একমাত্র সমাধান রাজনৈতিক চুক্তি। আর সে লক্ষ্যে যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে। শিগগিরই এ নিয়ে আরও বিস্তারিত জানানো যাবে।

৯/১১ হামলার পর আফগানিস্তানের তালেবান সরকারকে উৎখাত করতে শুরু করা যুদ্ধে প্রায় দুই লাখ কোটি মার্কিন ডলার খরচ করেছে যুক্তরাষ্ট্র। ১৮ বছর ধরে চলা এই যুদ্ধের ইতি টানতে গত কয়েক বছর ধরে তালেবানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন।

সম্প্রতি আফগান ও মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস জানায়, তালেবানের সঙ্গে একটি খসড়া চুক্তিতে সায় দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে শর্ত সাপেক্ষে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরুর কথা বলা হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, উভয় পক্ষের মধ্য মূলত সাত দিনের একটি  যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনা হয়েছে। এ ধরনের সাময়িক যুদ্ধবিরতি সম্পন্ন হলে এ থেকে পরবর্তীতে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর পথ সুগম হবে।

চুক্তিতে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা যেমন থাকবে তেমনি তালেবানের তরফে নিরাপত্তা সংক্রান্ত নিশ্চয়তা দেওয়া হবে। এছাড়া আফগানিস্তানের মার্কিন সমর্থনপুষ্ট সরকারের সঙ্গেও আলোচনা শুরু করবে তালেবান।

উল্লেখ্য, বর্তমানে আফগানিস্তানে প্রায় ১৩ হাজার মার্কিন সেনা রয়েছে। এছাড়াও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর হয়ে আরও সহস্রাধিক ইউরোপীয় সেনা মোতায়েন রয়েছে দেশটিতে।

/এমপি/
সম্পর্কিত
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
মার্কিন অস্ত্র সহায়তা স্থগিতে রুশ হামলা জোরদারের শঙ্কায় ইউক্রেন
গাজায় যুদ্ধবিরতিট্রাম্পের ‘চূড়ান্ত’ প্রস্তাব পর্যালোচনা করছে হামাস, নির্মূলের অঙ্গীকার ইসরায়েলের
সর্বশেষ খবর
৫৩ বছরে এমন আলোচনার সুযোগ আসেনি: আলী রীয়াজ
৫৩ বছরে এমন আলোচনার সুযোগ আসেনি: আলী রীয়াজ
ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশ, ৪ ফিলিস্তিনপন্থীর বিরুদ্ধে অভিযোগ গঠন
ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশ, ৪ ফিলিস্তিনপন্থীর বিরুদ্ধে অভিযোগ গঠন
ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ১৯ হাজার কিট দিলো চীন
ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ১৯ হাজার কিট দিলো চীন
ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা: ৩ জনের যাবজ্জীবন, খালাস ৪
ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা: ৩ জনের যাবজ্জীবন, খালাস ৪
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা