X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ধর্ষণের দায়ে হার্ভে ওয়েইনস্টাইনের ২৩ বছরের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
১১ মার্চ ২০২০, ২৩:২৩আপডেট : ১২ মার্চ ২০২০, ১৭:৩৬

ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে হলিউডের চলচ্চিত্র প্রযোজক হার্ভে ওয়েইনস্টাইনকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। গত মাসে নিউ ইয়র্কের একটি আদালত তাকে এসব অপরাধে অভিযুক্ত করেন। বুধবার দণ্ড ঘোষণার সময় হুইলচেয়ারে আদালত কক্ষে উপস্থিত ছিলেন ৬৭ বছর বয়সী একসময়ের ক্ষমতাধর এই প্রযোজক। হলিউডের চলচ্চিত্র প্রযোজক হার্ভে ওয়েইনস্টাইন

হার্ভে ওয়েইনস্টাইন হলিউডের সবচেয়ে ক্ষমতাধর মানুষগুলোর একজন। ১৯৭৯ সালে ভাই ববকে নিয়ে তিনি গড়ে তোলেন স্বাধীন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান মিরাম্যাক্স। ২০০৫ সালে তারা এটি বিক্রি করে প্রতিষ্ঠা করেন দ্য ওয়েইনস্টাইন কোম্পানি। তার প্রযোজিত অস্কারজয়ী ছবির তালিকায় আছে ‘শেক্সপিয়র ইন লাভ’, ‘শিকাগো’, “দ্য কিং’স স্পিচ”, ‘দ্য আর্টিস্ট’ প্রভৃতি। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটদের মূল দাতাদের একজন ছিলেন তিনি।

২০১৭ সালে তার বিরুদ্ধে একজন অভিনেত্রী ও মডেলকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। নিউ ইয়র্ক টাইমসের এক বিস্ফোরক প্রতিবেদনে বলা হয় শুধু তারকারাই নন, সহকারী আর অফিসের কর্মচারীরাও নাকি তার কুনজর থেকে রেহাই পাননি! মি টু হ্যাশট্যাগ আন্দোলনের সময় তার বিরুদ্ধে ধর্ষণ ও নিপীড়নের অভিযোগ আনেন বহু নারী।

পরে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। নিউ ইয়র্ক পুলিশের আনা অভিযোগের ভিত্তিতে বুধবার তার বিরুদ্ধে দণ্ড ঘোষণা করা হয়েছে। এছাড়াও লস অ্যাঞ্জেলস পুলিশের আনা অভিযোগের বিচার এখনও চলছে।

বুধবার হার্ভে ওয়েইনস্টাইনের বিরুদ্ধে যেসব অপরাধের দণ্ড ঘোষণা করা হয়েছে তার মধ্যে রয়েছে ২০০৬ সালে প্রোডাকশন সহকারী মিরিয়াম হ্যালিকে যৌন নিপীড়ন ও ২০১৩ সালে অভিনেত্রী জেসিকা ম্যানকে ধর্ষণ। নিউ ইয়র্কের বিচারকেরা তার বিরুদ্ধে সবচেয়ে জঘণ্য অপরাধের প্রমাণ পান। তাতে তার যাবজ্জীবণ কারাদণ্ড হতে পারতো। তবে শেষ পর্যন্ত তাকে ২৩ বছরের দণ্ড ঘোষণা করা হয়।

তবে এই দণ্ডের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছে হার্ভে ওয়েইনস্টাইনের আইনজীবীরা।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা