X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

মাওলানা সা'দের কোয়ারেন্টিন শেষ, মুখোমুখি হবেন পুলিশি জিজ্ঞাসাবাদের

বিদেশ ডেস্ক
১৪ এপ্রিল ২০২০, ০৪:৪০আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১৪:২৫

মাওলানা সা'দ কান্ধলভিসহ ভারতের তাবলিগ জামাতের শীর্ষ সাত নেতার কোয়ারেন্টিনের মেয়াদ সোমবার (১৩ এপ্রিল) শেষ হয়েছে। সংক্রমণের আশঙ্কা থেকে ১৪ দিনের কোয়ারেন্টিনে ছিলেন তারা। নিষেধাজ্ঞা উপেক্ষা করে মারকাজ নিজামুদ্দিনে জমায়েত ও অবস্থান করায় তাদের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে দিল্লি পুলিশ। সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই তদন্তের অংশ হিসেবে এবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন তাবলিগ জামাতের প্রধান সাদ কান্ধলভি। ভারতের তাবলিগ জামাতের প্রধান মাওলানা সাদ কান্ধলভি

গত ১ মার্চ দিল্লির নিজামুদ্দিন মারকাজ মসজিদে মুসলিম ধর্মাবলম্বীদের সংগঠন তাবলিগ জামাতের একটি ধর্মীয় সমাবেশ শুরু হয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব ও কিরগিজস্তানের প্রতিনিধিসহ প্রায় দুই হাজার মানুষ ওই আয়োজনে অংশ নেন। ১৫ মার্চ অনুষ্ঠান শেষ হওয়ার পরও অনেকে সেখানে থেকে যান। করোনা সংক্রমণ ঠেকাতে ২৪ মার্চ ভারত জুড়ে লকডাউন শুরুর সময়ও সেখানে প্রায় দেড় হাজার মানুষের অবস্থান ছিলো।

মারকাজ নিজামুদ্দিনে অবস্থানরতদের অনেকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর তাবলিগ নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে মামলা দায়ের হয়। মামলা দায়েরের পর মাওলানা সা'দের সন্ধানে বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালিয়েও তার খোঁজ পায়নি পুলিশ।

পরে এক অডিও বার্তায় মাওলানা সা'দ জানান, গত ২৮ মার্চ থেকে কোয়ারেন্টিনে আছেন তিনি। গত ৮ এপ্রিল তার আইনজীবী জানান, কোয়ারেন্টিন শেষ হলে তদন্তে অংশ নেবেন মাওলানা সা'দ।

৫৬ বছর বয়সী মাওলানা সা'দ কান্ধলভির বিরুদ্ধে অভিযোগ মারকাজ নিজামুদ্দিন খালি করতে পুলিশ দুই দফায় নোটিশ দিলেও তা অমান্য করে জমায়েত চালিয়ে গেছেন। গত ২৩ মার্চ সমর্থকদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি করোনা সতর্কতা হিসেবে সামাজিক শিষ্টাচার মেনে চলার পরামর্শকে মুসলমানদের পরস্পর থেকে আলাদা রাখার ষড়যন্ত্র আখ্যা দেন। ওই বক্তব্যের ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘মৃত্যু থেকে কোথায় পালাবেন? মৃত্যু আপনার সামনে… এটা আল্লাহর কাছে মাফ চাওয়ার সময়। ডাক্তারের কথা শুনে নামাজ বন্ধ করে, পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ বন্ধ করে থাকার সময় নয়। হ্যাঁ, ভাইরাস আছে। কিন্তু আমার সঙ্গে ৭০ হাজার ফেরেশতাও আছে। তারা যদি আমাকে রক্ষা করতে না পারেন, তাহলে কে পারবেন?’ এর কয়েক দিনের মাথায় অপর এক অডিও বার্তায় মাওলানা সাদ জানান, চিকিৎসকদের পরামর্শে কোয়ারেন্টিনে আছেন তিনি।

তাবলিগ জামাতের ওই সমাবেশে অংশ নেওয়া এবং তাদের সংস্পর্শে আসা প্রায় ২৫ হাজার পাঁচশো মানুষ এখনও ভারতের বিভিন্ন স্থানে কোয়ারেন্টিনে রয়েছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
আমি মুসলিম ও ইসলামবিরোধী নই: মোদি
লোকসভা নির্বাচন: বিপুল ভোটে জিততে যে পরিকল্পনা মোদি ও বিজেপির
লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট দিলেন মোদি
সর্বশেষ খবর
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
নিলামে উঠছে ম্যারাডোনার গোল্ডেন বল
নিলামে উঠছে ম্যারাডোনার গোল্ডেন বল
ভরিতে সোনার দাম বাড়লো ৪৫০০ টাকা
ভরিতে সোনার দাম বাড়লো ৪৫০০ টাকা
চট্টগ্রাম কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু
চট্টগ্রাম কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট