X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

করোনায় বাড়ছে বিদ্বেষ, নতুন হুমকিতে শ্রীলঙ্কার মুসলিমরা

বিদেশ ডেস্ক
১১ মে ২০২০, ২০:১৬আপডেট : ১১ মে ২০২০, ২০:১৮

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে বাসকারী শোকগ্রস্ত জুবাইর ফাতিমা রিনোসার পরিবার ন্যায় বিচার ও ব্যাখ্যা চাইছে।  ৪৪ বছরের এই নারীকে শবদাহ করার দুইদিন পর তিনি করোনা নেগেটিভ বলে জানা গেছে।

করোনায় বাড়ছে বিদ্বেষ, নতুন হুমকিতে শ্রীলঙ্কার মুসলিমরা

রিনোসা’র চার ছেলের একজন মোহাম্মদ সাজিদ জানান, ৫ মে তাদের মাকে ইসলামি রীতি লঙ্ঘন করে শবদাহ করা হয়। কারণ শ্রীলঙ্কা করোনায় আক্রান্ত ও উপসর্গ থাকা মানুষদের শবদাহ বাধ্যতামূল করেছে।

সাজিদ জানান, কর্তৃপক্ষের চাপের মুখে শবদাহ করার সম্মতিপত্রে তার ভাই স্বাক্ষর করেছেন।

তবে দুই দিন পর রিনোসার করোনাভাইরাস পরীক্ষার ফল জানা যায়। এতে দেখা গেছে, তিনি করোনা নেগেটিভ ছিলেন। সাজিদ বলেন, ৭ মে আমরা একটি বিবৃতিতে জানতে পারি যে, আমাদের মায়ের প্রাথমিক ভাইরাস পরীক্ষায় ভুল ছিল। তিনি করোনা পজিটিভ ছিলেন না।

মাকে ভুল করে শবদাহ করার পর তিনি করোনা নেগেটিভ শুনে কান্নায় ভেঙে পড়েন বাবা, জানান সাজিদ। তিনি বলেন, বাবা অবিরত কাঁদছিলেন, তিনি বারবার বলছিলেন, তার চলে যাওয়া হয়ত একদিন মেনে নেওয়া যাবে। কিন্তু তাকে শবদাহ করার বিষয়টি কোনোদিন মানতে পারব না।

শ্রীলঙ্কায় করোনাভাইরাসে মৃত্যু হওয়া ৯ জনের মধ্যে তিনজন মুসলিম। তাদের সবাইকে শবদাহ করা হয়েছে। যা ইসলামের দাফনরীতি বিরোধী।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ শ্রীলঙ্কায় মহামারির শুরুতে দাফনের অনুমতি দিলেও বলে ১১ এপ্রিল নতুন নির্দেশনায় করোনায় মৃতদের শবদাহ বাধ্যতামূলক করা হয়। দেশটির মুসলিমরা এই পদক্ষেপকে তাদের মৌলিক ধর্মীয় অধিকারের লঙ্ঘন হিসেবে দেখছেন।

শ্রীলঙ্কা মুসলিম কংগ্রেসের সাবেক সংসদ সদস্য আলি জাহির মাওলানা বলেন, পরিবার শোকাহত শুধু যে রিনোসাকে হারানোর ফলে তা নয়, তাদের দাফনের মৌলিক ধর্মীয় অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ তাদের সঙ্গে খুব খারাপ আচরণ করেছে। আমরা কর্তৃপক্ষকে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই যাতে করে কাউকে অপদস্ত বা অপমানিত হতে না হয়।

শ্রীলঙ্কার উলামাদের শীর্ষ সংগঠন দাফন করার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। অল সিলন জামিয়াতুল উলামা এক বিবৃতিতে বলেছেন, আমরা এই বিষয়ে মুসলিম সম্প্রদায়ের পাশে আশি সব সময়ের মতো। করোনায় মৃত মুসলিমদের দাফনের সুযোগ থাকা উচিত। কারণ বিশ্বের ১৮০টিরও বেশি দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে মুসলিমদের দাফন করা হচ্ছে। ফলে মুসলিম ধর্মের বিধান অনুসারে মৃতদের দাফনের বাধ্যবাধকতা রয়েছে আমাদের।

দেশটির গুরুত্বপূর্ণ মুসলিম অ্যাক্টিভিস্ট ও ব্যক্তিরা দাফনের সুযোগ না রাখাকে মহামারি পরিস্থিতির মধ্যেও ইসলামবিরোধী কর্মকাণ্ডের অংশ বলে উদ্বেগ প্রকাশ করছেন।  

অবশ্য প্রেসিডেন্ট গোটাবায় রাজপাকসের পরামর্শক আলি সাবরি বলছেন, সরকারের শবদাহের নির্দেশনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসারেই গ্রহণ করা হয়েছে। সূত্র: আল জাজিরা।

/এএ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
সর্বাধিক পঠিত
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়