X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

প্রত্যর্পণ চুক্তি বাতিলের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের ঘোষণা চীনের

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০২০, ২২:৪৯আপডেট : ২৮ জুলাই ২০২০, ২২:৫৪

নতুন জাতীয় নিরাপত্তা আইন প্রণয়নের জেরে হংকংয়ের সঙ্গে সন্দেহভাজন অপরাধী প্রত্যর্পণ চুক্তি বাতিল করায় যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে চীন। এসব দেশের বিরুদ্ধে বেইজিংয়ের অভ্যন্তরীণ বিষযে ‘নির্লজ্জ হস্তক্ষেপের’ অভিযোগ তুলেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ওয়াং ওয়েনবিন বলেন, পাল্টা পদক্ষেপ হিসেবে হংকং-ও এসব দেশের সঙ্গে থাকা প্রত্যর্পণ চুক্তি বাতিল করবে। পশ্চিমা তিনটি দেশ হংকংয়ের সঙ্গে চুক্তি বাতিলের পর একই পদক্ষেপ নিয়েছে নিউ জিল্যান্ডও। চীন বলছে, তাদের বিরুদ্ধেও পাল্টা পদক্ষেপ নেওয়ার অধিকার বেইজিংয়ের রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন

গত ১ জুলাই থেকে স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের জন্য নতুন জাতীয় নিরাপত্তা আইন প্রবর্তন করেছে বেইজিং। এই আইনের মাধ্যমে নির্দিষ্ট কিছু অপরাধের বিচারের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে চীনের হাতে তুলে দিতে পারবে হংকং কর্তৃপক্ষ। সমালোচকেরা বলছেন, এই আইনের কারণে অঞ্চলটির গণতন্ত্রপন্থী কর্মীদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার সুযোগ পাবে চীন।

আইনটি কার্যকরের পর থেকেই পশ্চিমা দেশগুলো চীনের কঠোর সমালোচনা শুরু করে। হংকংয়ের সঙ্গে আগে থেকেই সচল থাকা প্রত্যর্পণ চুক্তি বাতিল করে পরপর তিনটি দেশ। এসব চুক্তি অনুযায়ী পরস্পরের মধ্যে সন্দেহভাজন অপরাধীদের বিনিময় করার সুযোগ ছিল। তবে নতুন আইন কার্যকর হওয়ার পর দেশগুলো মনে করছে ওই আইনের মাধ্যমে এখন থেকে সন্দেহভাজন ব্যক্তিকে চীনা কর্তৃপক্ষের কাছে তুলে দিতে পারে হংকং। সর্বশেষ চতুর্থ দেশ হিসেবে মঙ্গলবার প্রত্যর্পণ চুক্তি বাতিলের ঘোষণা দেয় নিউ জিল্যান্ড।

মঙ্গলবার বেইজিংয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ‘কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য রাজনৈতিকভাবে বিচারিক সহায়তা নষ্ট করেছে- এই ভুল পদক্ষেপ এ ধরণের সহায়তার শর্তকে ক্ষতিগ্রস্থ করেছে এবং বিচার ও আইনের শাসন সমুন্নত রাখার উদ্দেশ্য থেকে তাদের বিচ্যুত করেছে।’ ‘আর সেকারণেই চীন সিদ্ধান্ত নিয়েছে বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংও কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের সঙ্গে থাকা সন্দেহভাজন অপরাধী সমর্পণ এবং অপরাধ সংক্রান্ত বিষয়ে পারস্পারিক চুক্তি বাতিল করবে’, বলেন তিনি।

কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ড গোয়েন্দা তথ্য বিনিময়কারী পাঁচটি দেশের জোট ‘ফাইভ আইস’ এর সদস্য। এরা প্রত্যেকেই হংকংয়ের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি বাতিল করেছে। জোটের অপর দেশ যুক্তরাষ্ট্রও তা বাতিল করতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে। ইতোমধ্যে ওয়াশিংটন হংকংকে দিয়ে আসা বিশেষ বাণিজ্যিক সুবিধা প্রত্যাহার করে নিয়েছে।

/জেজে/
সম্পর্কিত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)