X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

হু হু করে বাড়ছে ভারতে আক্রান্তের সংখ্যা

বিদেশ ডেস্ক
১০ আগস্ট ২০২০, ২০:৫০আপডেট : ১০ আগস্ট ২০২০, ২২:৪৯

করোনাভাইরাসে ভারতে গত দুই দিন ধরেই ৬০ হাজারের বেশি আক্রান্ত হয়েছেন। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬২ হাজার ৬৪ জন। এতে করে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ১৫ হাজার ৭৪ জন।

হু হু করে বাড়ছে ভারতে আক্রান্তের সংখ্যা

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, সংক্রমণ বৃদ্ধির হার আগে থেকে কমেছে। করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৬ লাখ ৩৪ হাজারের কাছাকাছি। অ্যাকটিভ কেস ২৯ দশমিক ২০ শতাংশ। আগস্টে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ১০ লাখ পার হতে পারে এমন আশঙ্কার কথা বলা হয়েছিল। কারণ দেশের এফেক্টিভ রিপ্রোডাকশন রেট  বা ‘আর’ নম্বর ১ দশমিক ১৭ পয়েন্টে স্থিতিশীল ছিল। এখন তা ১ দশমিক ১৬। দিল্লি, চেন্নাই, মুম্বাইতে আর নম্বর একের নিচে নেমে গেছে। সেখানে সংক্রমণ ছড়ানোর হারও কম।  

করোনায় মৃত্যু হার কমছে ভারতে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ১ হাজার ৭ জনের। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪৪ হাজার ৩৮৬ জন। করোনাভাইরাসের সংক্রমণজনিত কারণে মৃত্যু হার কমে দাঁড়িয়েছে ২ দশমিক শূন্য এক শতাংশে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় যা সবচেয়ে কম। সোমবার মৃত্যু হার কমে ২ শতাংশের কাছাকাছি চলে এসেছে।

সোমবার গত ২৪ ঘণ্টায় ৫৪ হাজার করোনা রোগী সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন। ভারতে করোনা জয়ীদের সংখ্যা ১৫ লাখ ৩৫ হাজার ৭৪৩ জন। সুস্থতার হার ৬৮ দশমিক ৭৮ শতাংশ।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানাচ্ছে, কোভিড টেস্ট, কনট্যাক্ট ট্রেসিং ও ট্রিটমেন্ট এই তিন ‘টি’ ফর্মুলায় সংক্রমণ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এখন পর্যন্ত আড়াই কোটির কাছাকাছি কোভিড টেস্ট হয়েছে। রবিবার দেশজুড়ে করোনা পরীক্ষা হয়েছে ৪ লাখ ৭৭ হাজার ২৩টি।

আইসিএমআর জানাচ্ছে, আগে দেশে মাত্র ৫২টি ল্যাবরেটরিতে করোনা পরীক্ষা শুরু হয়েছিল। এখন সরকারি ও বেসরকারি মিলিয়ে ১ হাজার ৪০৬টি ল্যাবরেটরিতে কোভিড টেস্ট করা হচ্ছে। যার মধ্যে ৯৪১টি সরকারি ও ৪৬৫টি বেসরকারি ল্যাবরেটরি রয়েছে।

/এএ/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!