X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে ভারতে ডাক্তারদের মৃত্যু

বিদেশ ডেস্ক
১৪ আগস্ট ২০২০, ১৬:২৪আপডেট : ১৪ আগস্ট ২০২০, ১৭:০৭

করোনাভাইরাসের মহামারিতে ভারতে ডাক্তারদের মৃত্যু আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে বলে সরকারের সর্বোচ্চ পর্যায়ে সতর্ক বার্তা পাঠিয়েছে দেশটির চিকিৎসকদের একটি সংগঠন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে ইন্ডিয়ান মেডিক্যাল এসোসিয়েশন (আইএমএ) জানিয়েছে, ইতোমধ্যে প্রায় দুইশ’ ডাক্তার করোনায় প্রাণ হারিয়েছে। ফলে মহামারির মধ্যে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে বলে সতর্ক করা হয় ওই চিঠিতে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। করোনায় ভারতে প্রাণ হারিয়েছে প্রায় দুইশ` ডাক্তার

করোনাভাইরাসের মহামারিতে মৃতের সংখ্যায় যুক্তরাজ্যকে ছাড়িয়ে গেছে ভারত। বিশ্বের চতুর্থ সর্বোচ্চ মৃতের দেশে পরিণত হয়েছে দেশটি। শুক্রবার ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার সাত জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশটিতে মোট ৪৮ হাজার ৪০ জনের মৃত্যু হলো। ফলে এই সংখ্যায় এখন তাদের চেয়ে এগিয়ে থাকা তিনটি দেশ হলো যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকো। এদিন নতুন করে ৬৪ হাজার ৫৫৩ জনের করোনা শনাক্ত হওয়ায় ভারতে মোট শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৪ লাখ ৬১ হাজার ১৯০ জনে।

সাধারণ মানুষের পাশাপাশি ভারতে ডাক্তারদের আক্রান্ত হওয়ার ঘটনা বাড়তে থাকায় গত ৭ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ মোদিকে চিঠি দেয় আইএমএ। এসোসিয়েশনের সভাপতি এবং সাধারণ সম্পাদকের লেখা চিঠিতে বলা হয়, ‘কোভিড-এ আক্রান্ত এবং মৃত্যু হওয়া ডাক্তারদের সংখ্যা ক্রমেই বাড়ছে। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই জেনারেল প্রাকটিশনার।’

ভারতীয় ডাক্তারদের সংগঠন আইএমএ বলছে, ৭ আগস্ট পর্যন্ত করোনায় প্রাণ হারানো ডাক্তারদের সংখ্যা ১৯৬ জন। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিল নাড়ুতে ৪৩ জন, পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র ও গুজরাটে ২৩ জন করে ডাক্তারের মৃত্যু হয়েছে।

নরেন্দ্র মোদিকে পাঠানো আইএমএ’র চিঠিতে বলা হয়, ‘কোভিড-১৯ সরকারি –বেসরকারি ডাক্তারদের মধ্যে বৈষম্য করছে না আর অনেক জেনারেল প্রাকটিশনার করোনায় মারা যাচ্ছে কারণ নিয়মিতভাবে তাদের কাছে মানুষ জ্বর ও অন্যান্য লক্ষ্মণ নিয়ে আলোচনা করতে আসে।’

ওই চিঠিতে লেখা হয়, ‘ডাক্তার এবং তার পরিবারের সদস্যদের ভর্তি করতে হাসপাতালের শয্যা পাওয়া যাচ্ছে না বলে বিরক্তিকর খবরও আসছে। কোনও কোনও ক্ষেত্রে ওষুধেরও অভাব রয়েছে। কোভিড-এ ডাক্তারদের মৃত্যু আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছে গেছে।’ ডাক্তার এবং তাদের পরিবারের সদস্যদের জন্য পর্যাপ্ত সুবিধা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানায় আইএমএ। ভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা সব পর্যায়ের ডাক্তারদের জন্য লাইফ ইন্সুরেন্স এবং চিকিৎসায় প্রণোদনা দেওয়ার আহ্বানও জানানো হয়।

/জেজে/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!