X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জাতিসংঘে মোদির আক্ষেপ

বিদেশ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২০, ২১:২৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০৮:২৮

জাতিসংঘের সিদ্ধান্ত গ্রহণকারী সর্বোচ্চ ফোরাম নিরাপত্তা পরিষদে ভারতকে যুক্ত করার জোরালো তাগিদ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি প্রশ্ন রাখেন, ‘আর কতদিন আমাদের অপেক্ষা করতে হবে? মোদি বলেন, সময়ের সঙ্গে তাল মেলাতে জাতিসংঘের সংস্কার প্রয়োজন। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। নরেন্দ্র মোদি

জাতিসংঘের সিদ্ধান্ত গ্রহণকারী সর্বোচ্চ ফোরাম নিরাপত্তা পরিষদ। কেবল এই ফোরামের নেওয়া সিদ্ধান্ত মানতে আইনগতভাবে বাধ্য সব সদস্য দেশ। ১৫ সদস্যের ফোরামটির স্থায়ী সদস্য পাঁচটি দেশ হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া এবং ফ্রান্স। কেবল এই দেশগুলোরই যে কোনও সিদ্ধান্তের বিরুদ্ধে ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে।

ভারত এখন পর্যন্ত সাতটি মেয়াদে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ভূমিকা রেখেছে। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে দুই বছরের জন্য আরেক মেয়াদের জন্যও ইতোমধ্যে নির্বাচিত হয়েছে দেশটি। অস্থায়ী সদস্য হিসেবে ভূমিকা রাখলেও এবার স্থায়ী সদস্য হওয়ার জোরালো আকাঙ্ক্ষা প্রকাশ করলেন দেশটির প্রধানমন্ত্রী।

সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আমরা যখন দুর্বল ছিলাম, তখন দুনিয়ার জন্য সমস্যা তৈরি করিনি। আবার যখন শক্তিশালী হয়ে গেলাম তখনও বিশ্বের বোঝা হইনি। কোন পর্যন্ত অপেক্ষা করতে হবে? জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ভারত সেনা পাঠিয়েছে আর প্রাণ হারিয়েছে সবচেয়ে বেশি সেনা।’

নরেন্দ্র মোদি বলেন, ‘জাতিসংঘের আদর্শ আর ভারতের মৌলিক আদর্শ একই রকম। জাতিসংঘ মিলনায়তনে বহুবার প্রতিধ্বনিত হয়েছে বাশুদেব কুটুমবাকাম (বিশ্ব একটি পরিবার)। ভারত সবসময়ই বিশ্বের মঙ্গলের কথা ভেবেছে।’ ভিডিও লিঙ্কের মাধ্যমে দেওয়া বক্তব্যে নরেন্দ্র মোদি বলেন, ভারতের ১৩০ কোট জনগণ এখনও জাতিসংঘের আদর্শের প্রতি বিশ্বাস রাখে তবে বর্তমান যুগে প্রাসঙ্গিক থাকতে বিশ্ব সংস্থাটিতে পরিবর্তন আনা প্রয়োজন। তিনি বলেন, জাতিসংঘে সংস্কার প্রয়োজন আর সেই সংস্কার কখন হবে তার অপেক্ষায় আছে ভারত।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!