X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
ফরচুন ম্যাগাজিনের বার্ষিক তালিকা

শেখ হাসিনা বিশ্বের দশম প্রভাবশালী নেতা

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০১৬, ২২:৫৪আপডেট : ২৫ মার্চ ২০১৬, ০০:০৩

বিশ্বের শীর্ষস্থানীয় প্রভাবশালী নেতাদের তালিকায় দশম স্থানে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তালিকায় শীর্ষস্থানে আছেন মার্কিন উদ্যোক্তা জেফ বিজোস। দ্বিতীয় অবস্থানে রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তৃতীয় স্থানে আছেন মিয়ানমারে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি।

২৪ মার্চ বৃহস্পতিবার নিউ ইয়র্কভিত্তিক খ্যাতনামা ফরচুন ম্যাগাজিন কর্তৃক বিশ্বের শীর্ষ ৫০ জন ব্যক্তির নামের এ তালিকা প্রকাশ করা হয়। ম্যাগাজিনটির ওয়েবসাইটে তালিকায় বলা হয় ব্যবসা, সরকার ব্যবস্থা, বিশ্বপ্রীতি ও কলায় এবং সারাবিশ্বে এই মানুষগুলো পরিবর্তন আনছেন। একইসঙ্গে তারা অন্যদেরও একই ধরনের কাজ করতে অনুপ্রেরণা দিয়ে চলেছেন। 

শেখ হাসিনা

ফরচুন ম্যাগাজিনের ওয়েবসাইটে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করা হয়। এতে বলা হয়, ইসলামি সম্মেলন সংস্থা’র (ওআইসি) সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে একমাত্র নারী নেতা শেখ হাসিনা। তিনি প্রজ্ঞার সঙ্গে ইসলামি ঐতিহ্য ও নারী অধিকারের মতো দাবিগুলো বিবেচনা করেছেন। তিনি বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ বাংলাদেশের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। নারীদের আইনি সুরক্ষা এবং তাদের শিক্ষা, অর্থনৈতিক স্বাধীনতা ও রাজনৈতিক ক্ষমতায়নে তিনি অঙ্গীকারাবদ্ধ।

বাংলাদেশের এখন ৩০ শতাংশ প্রাপ্তবয়স্ক নারীর অন্তত মাধ্যমিক পর্যায় পর্যন্ত পড়াশোনা রয়েছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের জেন্ডার গ্যাপ ইনডেক্সে দক্ষিণ এশিয়ার অন্য যে কোনও দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান সংহত। 

ফরচুন ম্যাগাজিনের তালিকা

তালিকায় চতুর্থ স্থান থেকে পর্যায়ক্রমে রয়েছেন পোপ ফ্রান্সিস, প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের সিইও টিম কুক, শিল্পী জন লিজেন্ড, জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনের নির্বাহী সম্পাদক ক্রিস্টেয়ানা ফিগুয়েরার্স, ইউএস হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এর স্পিকার পাউল রায়ান, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের অ্যাসোসিয়েট জাস্টিস রুথ বাদের গিন্সবার্গ, ইউনিভার্সিটি অব আলাবামা’র শীর্ষ ফুটবল কোচ নিক সাবান প্রমুখ।

তালিকার প্রায় অর্ধেকই নারী। এই প্রথম একসঙ্গে ২৩ জন নারী সেরা ব্যক্তিদের তালিকায় এসেছেন। ৬৮ বছর বয়সী শেখ হাসিনা তৃতীয় দফায় বাংলাদেশের সরকার প্রধানের দায়িত্ব পালন করছেন। প্রায় তিন যুগ ধরে তিনি দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন। আন্তর্জাতিক অঙ্গনে তার এমন সাফল্য এটাই প্রথম নয়। এর আগেও নানা বৈশ্বিক সম্মাননা লাভ করেছেন তিনি।

২০১৪ সালে তিনি বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ৪৭তম স্থানে ছিলেন। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের সাময়িকী ফরেন পলিসি’র করা বিশ্বের নেতৃস্থানীয় ১০০ চিন্তাবিদের তালিকায় স্থান পান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে সচেতনতা তৈরিতে ভূমিকার জন্য এ তালিকায় ‘ডিসিশন মেকার্স’ ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ বুদ্ধিজীবীদের তালিকায় উঠে আসে তার নাম।
শেখ হাসিনা সম্পর্কে ফরেন পলিসি বলেছে, সারা বিশ্বের তুলনায় বাংলাদেশে মাত্র দশমিক ৩ শতাংশ কার্বন নির্গমন হয়। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে ২০৫০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি হয়ে দেশটির এক কোটি ৮০ লাখ নাগরিক বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে। অলস সময় পার না করে ৩০ শতাংশ দারিদ্র্যসহ অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ সুরক্ষাকে একটি জাতীয় অগ্রাধিকারে পরিণত করেছেন। এজন্য তিনি জাতিসংঘের চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার পেয়েছেন।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী