X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘নিউ জিল্যান্ডের সেই খুনির ভুলে বেঁচে গেছেন অনেক মানুষ’

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০১৯, ১৯:৪৩আপডেট : ১৮ মার্চ ২০১৯, ২০:১২

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের লিনউড মসজিদে খুনি ব্রেন্টন ট্যারান্ট ভুল পাশ দিয়ে প্রবেশ করেছে। এতে মসজিদের ভেতরে থাকা অনেক মুসল্লি লুকিয়ে পড়ার জন্য সময় পেয়েছেন। খুনির গুলি থেকে বেঁচে গিয়েছেন অনেকে। শুক্রবারের ওই বন্দুক হামলায় বেঁচে যাওয়া মোহাম্মদ আখিল উদ্দিন এ কথা জানিয়েছেন। নিউ জিল্যান্ডের সংবাদমাধ্যম স্টাফ-এর এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

‘নিউ জিল্যান্ডের সেই খুনির ভুলে বেঁচে গেছেন অনেক মানুষ’

 

গত ১৫ মার্চ (শুক্রবার) নিউ জিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে নৃশংস সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহত ও অপর ৫০ জন আহত হয়। ২৮ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারান্ট নামে স্বঘোষিত এক শ্বেতাঙ্গ আধিপত্যবাদী হামলার দৃশ্য সরাসরি ফেসবুকে সম্প্রচার করে। ওই ভিডিওতে তাকে নিজের বন্দুক দিয়ে নির্বিচারে গুলি ছুড়তে দেখা যায়। মুহূর্তের মধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে পড়ে। ঘটনার পরই তাকেসহ চারজনকে আটকের কথা জানায় দেশটির পুলিশ। বেন্ট্রন ট্যারান্টের বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে।

আখিল উদ্দিন জানান, শুক্রবার লিনউড মসজিদে প্রায় ১০০ জন মুসল্লি নামাজ শুরু করার কিছুক্ষণের মধ্যেই এক ব্যক্তিকে অপর পাশ মসজিদের মূল দরজার দিকে এগোতে দেখেন। সে মাত্র কয়েক মিটার দূরে ছিল। কিন্তু খুনি মসজিদের দরজা খুঁজে পায়নি। ফলে সে মসজিদের বাইরে থেকে জানালা দিয়ে গুলি করেছে। এরপরও সাত ব্যক্তি নিহত হয়েছেন। কিন্তু যদি খুনি দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে পারতো তাহলে প্রাণহানি আরও বেশি হতো।

এই প্রত্যক্ষদর্শী বলেন, আমি নামাজ ভেঙে ফেলি এবং জানালা দিয়ে দেখি তিনজনের দেহ পড়ে আছে। আমি চিৎকার করে বলি, সবাই শুয়ে পড়ো, বাইরে কিছু ঘটছে। সবাই মেঝেতে শুয়ে পড়েছে। আমি সবাইকে নারীদের জন্য নির্ধারিত স্থানে চলে যেতে বলি। কারণ এটা ছিল নিরাপদ জায়গা। ভেতর থেকে তালা লাগানো যায়। এরপরই আমি খুনিকে দেখি। সে তখন আমার মাত্র ৬ থেকে ৮ ফুট সামনে ছিল।

আখিল উদ্দিন বলেন, যখন সে জানালার পাশে পৌঁছে যায় তখন আমাদের প্রায় সবাই লুকিয়ে পড়েছে। সবার মধ্যে ছিল আতঙ্ক। এটা ছিল এক ভয়ানক পরিস্থিতি। জানালা দিয়ে তার ছোড়া প্রথম গুলিতেই একজন লুটিয়ে পড়ে। মানুষ যখন এটা দেখতে পায় তখন আমরা নিরাপদ স্থানে গিয়ে দরজা লাগানোর চেষ্টা করছি। যদি সে মূল দরজা দিয়ে ভেতরে আসতে পারতো তাহলে মসজিদের সবাই হয়তো মারা যেত, কেউই বাঁচতো না।
আখিল জানান, আল নুর মসজিদের বিষয়ে সতর্ক করার জন্য তিনি পুলিশকে ফোন দেন। কিন্তু তিনি জানতেন না ইতোমধ্যে সেখানে খুনির গুলিতে ৪২ জন মারা গেছেন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ান নাগরিক প্রবেশ নিষিদ্ধ করলো রাশিয়া
সর্বশেষ খবর
উত্তরা ইউনিভার্সিটিতে বিএনডিপি ডিবেটার হান্ট ও বিতর্ক প্রতিযোগিতা
উত্তরা ইউনিভার্সিটিতে বিএনডিপি ডিবেটার হান্ট ও বিতর্ক প্রতিযোগিতা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য হলেন কাজী নাবিল আহমেদ ও সেলিম মাহমুদ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য হলেন কাজী নাবিল আহমেদ ও সেলিম মাহমুদ
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু
টোল আদায়ে দেড় হাজার কোটির মাইলফলকে পদ্মা সেতু
টোল আদায়ে দেড় হাজার কোটির মাইলফলকে পদ্মা সেতু
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু