X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

আসাদকে জড়িয়ে ধরে অভিনন্দন জানালেন পুতিন

বিদেশ ডেস্ক
২১ নভেম্বর ২০১৭, ২১:১৯আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ২১:২১

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে জড়িয়ে ধরে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে বিজয় অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার রাশিয়ার সোচি শহরে দুই নেতা বৈঠকে মিলিত হন।

সিরিয়া ও রুশ প্রেসিডেন্টের আলিঙ্গন

বুধবার সোচি শহরে রুশ প্রেসিডেন্ট পুতিন, ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকের মাত্র দুদিন আগে রাশিয়া সফরে গেলেন আসাদ।

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে,  প্রেসিডেন্ট আসাদের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার জনগণ ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে। তারা কঠিন সময় পার করছে। তবে ধীরে ধীরে চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে।এর ফলে সন্ত্রাসীদের নিশ্চিত পতন হবে।

বৈঠকে পুতিন আরও বলেন, খুব শিগগিরই সিরিয়ায় সন্ত্রাসবিরোধী লড়াই শেষ হবে। তবে পূর্ণাঙ্গ বিজয় অর্জনের জন্য এখনও বহু পথ পাড়ি দিতে হবে। পাশাপাশি তিনি সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন। যারা শান্তি চায় তাদের সঙ্গে কাজ করার বিষয়ে প্রেসিডেন্ট আসাদের প্রস্তুতিতে পুতিন সন্তোষ প্রকাশ করেছেন।  

বিবৃতি অনুযায়ী সিরিয়ায় সিরীয় ও রুশ বাহিনীর আইএসবিরোধী যৌথ অভিযানের সমাপ্তিও ঘোষণা করেছেন পুতিন। এ সময় তিনি বলেন, রাষ্ট্র হিসেবে সিরিয়াকে রক্ষা করা গেছে। এ জন্য রাশিয়ার সেনাবাহিনীকে ধন্যবাদ দিতেই হবে। সিরিয়ায় স্থিতিশীলতা ফেরানোর জন্য অনেক কিছু করা হয়েছে।

২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। রুশ হামলার কারণে সিরিয়ার সেনারা স্থলযুদ্ধে এগিয়ে যেতে সুবিধা পেয়েছে।

সিরিয়ায় আইএসবিরোধী যুদ্ধে রাশিয়া ও ইরান আসাদ সরকারকে সমর্থন জানিয়েছে। ২০১৪ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকেই আসাদবিরোধীদের সমর্থন দিয়ে আসছে তুরস্ক।  ২৮ নভেম্বর সিরিয়া সংকট নিয়ে জাতিসংঘের উদ্যোগেও একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এদিকে, জাতীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি বলেছেন, তথাকথিত ইসলামি জঙ্গি সংগঠন আইএস প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে।

রোহানি বলেন, ‘আল্লাহর ইচ্ছা ও এ অঞ্চলের মানুষের শক্ত প্রতিরোধের কারণে আজ আমরা এ কথা বলতেই পারি যে, এই শয়তান (আইএস)-কে মানুষের মাথা থেকে হয় সরিয়ে ফেলা হয়েছে, নয়তো তাদের আকার ছোট করা হয়েছে। সূত্র: পার্স টুডে, ডয়চে ভেলে।

 

/এএ/
সম্পর্কিত
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় ব্যাপক বিমান হামলা রাশিয়ার
সর্বশেষ খবর
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
আজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার