X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় রুশ সেনাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া গ্রহণযোগ্য নয়: মস্কো

বিদেশ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৪১আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৪২

 

সিরিয়ায় যুদ্ধরত সব পক্ষকে ‘সংযত’ হওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘনিষ্ঠ মিত্র দেশটি জানিয়েছে, দেশটিতে অবস্থানরত রুশ সেনাদের মৃত্যুর মুখে ঠেলে দেয় এমন পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। সিরিয়ার অভ্যন্তরে ইসরায়েলের বড় ধরনের বিমান হামলার প্রতিক্রিয়ায় একথা জানিয়েছে রাশিয়া।

বাশার আল-আসাদের পক্ষে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সিরিয়ায় সক্রিয় সবপক্ষকে আমরা সংযত ও পরিস্থিতি আরও জটিল করে তুলে এমন পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে বৈধ সরকারের আমন্ত্রণে সেখানে নিয়োজিত রুশ সেনাদের জীবন হুমকির মুখে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, সিরিয়ায় সর্বশেষ হামলা ও কর্মকাণ্ড গভীর মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। সর্বশেষ ইসরায়েলি ও মার্কিন হামলায় সিরিয়ার নিহত মানুষ ও ক্ষয়ক্ষতি এখনও জানা যায়নি।

বিবৃতিতে এর আগে সিরিয়ার আরও দুই মিত্র ইরান ও লেবাননের হেজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে দেওয়া যৌথ বিবৃতির প্রসঙ্গ উল্লেখ করা হয়নি। ওই বিবৃতিতে ইসরায়েলের আকাশসীমায় ইরানি ড্রোনের উপস্থিতির ঘটনাকে মিথ্যা বলা হয়েছিল।

শনিবার ইসরায়েল একটি অজ্ঞাত বিমানকে ভূপাতিত করেছে বলে দাবি করেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কনরিকাস। দেশটির দাবি, ড্রোনটি সামরিক অভিযানে পাঠানো হয়েছিল এবং  ইরানি সামরিক বাহিনী পরিচালনা করছিল। এরপর ইসরায়েল সিরিয়ায় ইরানের ১২টি সামরিক ঘাঁটি ও অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায়। এ সময় সিরিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ইসরায়েলি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত হয়। পরে ইসরায়েল আরও জোরদার হামলার ঘোষণা দেয়। সূত্র: এএফপি।

 

/এএ/
সম্পর্কিত
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সর্বশেষ খবর
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস