X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সিরিয়ার নতুন সরকারের হস্তক্ষেপ চান অধিকাংশ ব্রিটিশ: জরিপ

বিদেশ ডেস্ক
২৮ অক্টোবর ২০১৬, ১৪:২৭আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ১৫:৫০
image

সিরিয়ার নতুন সরকারের হস্তক্ষেপ চান অধিকাংশ ব্রিটিশ: জরিপ গৃহযুদ্ধ কবলিত সিরিয়ার আলেপ্পোতে নতুন সরকারের হস্তক্ষেপ চান সংখ্যাগরিষ্ঠ ব্রিটিশ নাগরিকরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এর একটি জনমত জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে। জরিপের তথ্য অনুসারে, সিরিয়ার গৃহযুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া আলেপ্পো শহরকে নো ফ্লাই বা নো বোম্ব জোন হিসেবে ঘোষণার পক্ষে মত দেন ব্রিটিশরা।

দ্য ইন্ডিপেন্ডেন্টের হয়ে বিএসজি রিসার্চ নামক প্রতিষ্ঠান এ জরিপ পরিচালনা করে। জরিপে ১ হাজার ৫০০ মানুষের কাছে সিরিয়া নিয়ে ব্রিটিশ সরকারের নীতি কি হবে সে সম্পর্কে জানতে চাওয়া হয়। তিনটি প্রশ্নের উত্তরের গ্রহণের মধ্য দিয়ে জরিপটি পরিচালিত হয়। মত প্রদানকারীদের কাছে জানতে চাওয়া হয়, সরকারের বর্তমান নীতি, জোটের সঙ্গে মিলিতভাবে বিমানহামলা ও স্থলযুদ্ধ পরিচালনা এবং যুক্তরাজ্য সরকারের জন্য কোন নীতি সবচেয়ে আদর্শ হবে।

জরিপে অংশগ্রহণকারী ব্রিটিশ নাগরিকদের ১৬ শতাংশ চান আলেপ্পোর মানুষকে রক্ষার জন্য সিরিয়া ও রাশিয়া যাতে বিমান হামলা চালাতে না পারে সেজন্য নো-বোম্ব বা নো ফ্লাই জোন ঘোষণা করা হোক। অনেকেই সামরিক পদক্ষেপের বদলে রাশিয়া ও সিরিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত দিয়েছেন। খুব অল্প সংখ্যক অংশগ্রহণকারী সরাসরি সামরিক হস্তক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছেন।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ২৬ শতাংশ মনে করেন, সিরিয়া প্রশ্নে ব্রিটিশ সরকারের বর্তমান নীতি ঠিক আছে। এ নীতিতে কোনও পরিবর্তনের দরকার নেই। ২২ শতাংশ নতুন করে রাশিয়া ও সিরিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত দিয়েছেন। আর ২৬ শতাংশ চান মার্কিন-ব্রিটিশ হস্তক্ষেপে আলেপ্পোকে নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা করা হোক। ১০ শতাংশ সিরিয়া ও রাশিয়ার বিরুদ্ধে সরাসরি সামরিক হস্তক্ষেপের পক্ষে নিজেদের মতের কথা জানিয়েছেন।

জরিপ পরিচালনাকারী বিএমজি রিসার্চের প্রধান বলেন, সিরিয়া নিয়ে মানুষের বিভিন্ন মত উৎসাহব্যঞ্জক। অংশগ্রহণকারীদের মদ্যে ১৮-২৪ বছর বয়সীরা (৫৫ শতাংশ) নো ফ্লাই বা নো বোম্ব জোন হিসেবে ঘোষণার পক্ষে মত দিয়েছেন।  সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

/এএ/

 

সম্পর্কিত
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
সর্বশেষ খবর
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
 ‘রান আপের গতি আর হ্যান্ড সুইংয়ে বদল এনেই সাফল্য পাচ্ছি’
 ‘রান আপের গতি আর হ্যান্ড সুইংয়ে বদল এনেই সাফল্য পাচ্ছি’
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?