X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

হুইল চেয়ার জটিলতায় ক্ষমা চাইলেন জনসন

বিদেশ ডেস্ক
০২ নভেম্বর ২০২১, ২৩:৩৭আপডেট : ০২ নভেম্বর ২০২১, ২৩:৩৭

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ২৬ এ ইসরায়েলের এক মন্ত্রী হুইলচেয়ার নিয়ে প্রবেশ করতে ব্যর্থ হওয়ায় ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গত সোমবার গ্লাসগোতে  বাইরে দুই ঘণ্টা অপেক্ষা করেও সম্মেলনস্থলে প্রবেশ করতে ব্যর্থ হয়ে ৮০ কিলোমিটার দূরে নিজের হোটেলে ফিরতে বাধ্য হন ইসরায়েলের জ্বালানিমন্ত্রী কারিন এলহারার।

পরে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেতের সঙ্গে এক পূর্ব নির্ধারিত বৈঠকে অংশ নেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ইসরায়েলের জ্বালানিমন্ত্রী কারিন এলহারার। সেই সময় কপ২৬ এ যোগ না দিতে পারায় ক্ষমা চান ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ওই ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে তাতে দ্রুত হস্তক্ষেপ করায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেত। এই ঘটনাকে সবার প্রবেশাধিকার রাখার গুরুত্ব শেখার সুযোগ হিসেবে বর্ণনা করেন তিনি।

পরে মঙ্গলবার হুইলচেয়ারে করেই জলবায়ু সম্মেলনে যোগ দেন কারিন এলহারার। তিনি বলেন খুব সহজেই এদিন তিনি প্রবেশ করতে পেরেছেন।

এর আগে ব্রিটিশ পরিবেশমন্ত্রী জর্জ আস্টিস ইসরায়েলি মন্ত্রী এলহারারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটিকে দুঃখজনক আখ্যা দেন। তিনি বলেন, এই কারণে ব্রিটিশ সরকার ক্ষমা প্রার্থনা করছে।

গত সোমবার এলহারার ইসরায়েলি চ্যানেল ১২কে বলেন তিনি জলবায়ু সম্মেলনস্থলে যেতে পারেননি সেখানে যাওয়ার একমাত্র উপায় ছিলো হয় হেঁটে যাওয়া নয়তো হুইলচেয়ারের অনুপযোগী একটি শাটলে চড়া। তার কার্যালয়ের তরফ থেকে টাইমস অব ইসরায়েলকে জানানো হয়, গ্লাসগোর সম্মেলনস্থলের বাইরে দুই ঘণ্টা অপেক্ষা করেন তিনি। পরে ঘটনাক্রমে তিনি ৮০ কিলোমিটার দূরে স্কটিশ রাজধানী এডিনবার্গে অবস্থিত হোটেলরুমে ফিরে যেতে বাধ্য হন।

সোমবার এক টুইট বার্তায় ইসরায়েলি মন্ত্রী কারিন এলহারার বলেন যে, এটা দুঃখজনক যে জাতিসংঘ তাদের আয়োজনে প্রবেশের সুযোগ দিতে পারেনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেতের কার্যালয়ের এক দূত জানান, তারা আনুষ্ঠানিকভাবে আয়োজকদের কাছে অভিযোগ করেছেন।

/জেজে/
সম্পর্কিত
সোমবার যুদ্ধবিরতির আলোচনায় মিসর যাচ্ছেন হামাস প্রতিনিধি
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে প্রায় সাড়ে ৩৪ হাজার
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
সর্বশেষ খবর
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ