X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ম্যানিংয়ের মুক্তির পর এবার যুক্তরাষ্ট্রে যেতে ‘রাজি’ অ্যাসাঞ্জ!

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০১৭, ০৫:৫৪আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ০৫:৫৬

ম্যানিংয়ের মুক্তির পর এবার যুক্তরাষ্ট্রে যেতে ‘রাজি’ অ্যাসাঞ্জ! বিকল্পধারার সংবাদমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রে যেতে রাজি বলে জানিয়েছেন তার এক আইনজীবী। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গোপন নথি ফাঁসকারী চেলসি ম্যানিংয়ের সাজা মওকুফ করে মুক্তির নির্দেশ দেওয়ার পরপরই এ তথ্য জানালেন অ্যাসাঞ্জের আইনজীবী। অবশ্য গত সপ্তাহেই উইকিলিকস জানিয়েছিল, যদি চেলসি ম্যানিংকে মুক্তি দেওয়া হলে যুক্তরাষ্ট্রে যেতে অ্যাসাঞ্জ রাজি আছেন।

২০১২ সাল থেকে রাজনৈতিক আশ্রয় নিয়ে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে অবস্থান করছেন অ্যাসাঞ্জ। এক যৌন হয়রানির মামলায় সুইডেন কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়। অ্যাসাঞ্জ যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করে আসছেন। তার আশঙ্কা তিনি যদি দূতাবাস থেকে বের হন তাহলে মার্কিন গোয়েন্দারা তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাবে। যদিও বর্তমানে প্রকাশ্যে তাকে ফিরিয়ে নিতে চায় শুধু সুইডেন।

ম্যানিংয়ের শাস্তি মওকুফের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অ্যাসাঞ্জ। চেলসি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রায় লাখ গোপন নথি ফাঁস করেছিলেন। এক বিবৃতিতে নথি ফাঁসের চেলসির ম্যানিংয়ের প্রশংসা করলেও এক সপ্তাহ আগে দেওয়া উইকিলিকসের প্রতিশ্রুতির ব্যাপারে কিছু বলেননি অ্যাসাঞ্জ। ওই প্রতিশ্রুতি ছিল, ম্যানিংকে মুক্তি দিলে যুক্তরাষ্ট্রে যেতে রাজি অ্যাসাঞ্জ।

তবে অ্যাসাঞ্জের আইনজীবী মেলিন্ডা টেইলর জানিয়েছেন, তিনি (অ্যাসাঞ্জ) যা বলেছেন তাতে অনড় আছেন।

এদিকে, যুক্তরাষ্ট্র জানিয়েছে ম্যানিংকে মুক্তি দেওয়ার জন্য ওবামার সিদ্ধান্তের ক্ষেত্রে জুলিয়ান অ্যাসাঞ্জের যুক্তরাষ্ট্রে আসতে রাজি হওয়ার কোনও সম্পর্ক নাই। অ্যাসাঞ্জের প্রতিশ্রুতি এতে কোনও প্রভাব ফেলেনি।

অবশ্য অ্যাসাঞ্জের বিবৃতিতে উইকিলিকস ও তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট এখন পর্যন্ত অ্যাসাঞ্জের বিরুদ্ধে কোনও ধরনের অভিযোগ আনেনি। তবে কোনও অভিযোগ আনার প্রক্রিয়া চলছে কি না তাও স্পষ্ট নয়। তবে এটা জানা গেছে যে, চেলসি ম্যানিংয়ের নথি ফাঁসের ঘটনা এখনও এফবিআই তদন্ত করছে। সূত্র: গার্ডিয়ান।

/এএ/

সম্পর্কিত
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী