X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

থাড মোতায়েনের খরচ যুক্তরাষ্ট্রই বহন করবে: দক্ষিণ কোরিয়া

বিদেশ ডেস্ক
৩০ এপ্রিল ২০১৭, ২১:৫৬আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ২১:৫৭

থাড মোতায়েনের খরচ যুক্তরাষ্ট্রই বহন করবে: দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া হুমকি মোকাবিলায় থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের যুক্তরাষ্ট্রই বহন করবে। রবিবার দক্ষিণ কোরিয়া এ কথা জানিয়েছে। এর কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, থাড মোতায়েনের খরচ দক্ষিণ কোরিয়াকে দিতে হবে।

দক্ষিণ কোরীয় কর্মকর্তারা জানান, দ্বিপক্ষীর চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র এ খরচ বহন করবে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ব্লু হাউসের এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এক খবরে জানিয়েছে,  রবিবার এক ফোনালাপে দক্ষিণ কোরিয়াকে এ বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ.আর. ম্যাকমাস্টার।

উত্তর কোরিয়ার ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। ম্যাকমাস্টার কথা বলেন দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিম কোয়ান-জিন-এর সঙ্গে।

আলাপকালে ম্যাকমাস্টার জানান,  দক্ষিণ কোরিয়ার সঙ্গে জোট এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এদিকে, উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী জানতে চাইলে  ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অপেক্ষা করুন, নিজেরাই জানতে পারবেন। মার্কিন প্রতিক্রিয়ার বিস্তারিত কিছু জানাননি তিনি।

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রেইন্স প্রেইবাস জানিয়েছেন, রবিবার ট্রাম্প উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকির বিষয়ে থাইল্যান্ড ও সিঙ্গাপুরের নেতাদের সঙ্গে কথা বলবেন।

এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দক্ষিণ কোরিয়ার কাছে অর্থ দাবি করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি দক্ষিণ কোরিয়াকে বলেছি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাড মোতায়েনের খরচ তাদেরই দেওয়া উচিত। এর খরচ প্রায় ১ বিলিয়ন ডলার। এটা অসাধারণ, আকাশ থেকে ক্ষেপণাস্ত্র ফেলে দেয়।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সামরিক সহযোগিতা দীর্ঘদিনের। ১৯৫০-১৯৫৩ সাল পর্যন্ত কোরিয়া যুদ্ধ চলাকালে নিরাপত্তা ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে জোটবদ্ধ হয় সিউল। দক্ষিণ কোরিয়ায় বর্তমানে ২৮ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। দুই দেশের মধ্যকার সমঝোতা অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের ওপর সিউলের কর্তৃত্ব থাকবে। এছাড়া থাড ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য যুক্তরাষ্ট্রকে জায়গা করে দেবে দক্ষিণ কোরিয়া। এজন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করে দেবে দেশটি। তবে থাড ক্ষেপণাস্ত্র মোতায়েন এবং এর পরিচালন ব্যয় বহন করবে যুক্তরাষ্ট্র। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
সর্বশেষ খবর
নতুন করে বাংলাদেশে আশ্রয় নিলেন আরও ৮৮ বিজিপি সদস্য
নতুন করে বাংলাদেশে আশ্রয় নিলেন আরও ৮৮ বিজিপি সদস্য
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
গণভবন হয়ে বিশ্বকাপ ট্রফি এলো পাঁচ তারকা হোটেলে
গণভবন হয়ে বিশ্বকাপ ট্রফি এলো পাঁচ তারকা হোটেলে
গাছ কেটে ফেলায় ঢাকায় গরম বেশি: স্বাস্থ্যমন্ত্রী
গাছ কেটে ফেলায় ঢাকায় গরম বেশি: স্বাস্থ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?