X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় বড় যুদ্ধের আশঙ্কা নাকচ করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৪৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০০

বিমান হামলায় আসাদপন্থী শতাধিক সেনা নিহত হওয়ার পর সিরিয়ায় যুদ্ধ বিস্তৃত করার পরিকল্পনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। মার্কিন কংগ্রেসের সিনেট কমিটিতে সিরিয়ায় যুদ্ধ বিস্তৃতির আশঙ্কা প্রকাশের পর প্রতিরক্ষা দফতর পেন্টাগনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ম্যাটিস বলেছেন, ইউফ্রেতিস নদীর তীরবর্তী অঞ্চলে ওই হামলা ছিল আত্মরক্ষামূলক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আট বছরেরও বেশি সময় ধরে চলছে সিরিয়ার গৃহযুদ্ধ। আসাদ সরকারের সমর্থনে সেখানে হামলা চালাচ্ছে রাশিয়া আর বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা। এই যুদ্ধে লাখ লাখ মানুষের প্রাণহানির পাশপাশি বাস্তুচ্যুত হয়ে শরণার্থী জীবন বেছে নিতে বাধ্য হয়েছেন ১১ লাখেরও বেশি মানুষ। গত বৃহস্পতিবার মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের হামলায় তেল সমৃদ্ধ পূর্বাঞ্চলীয় এলাকায় আসাদপন্থী শতাধিক সেনা নিহত হয়। এর জবাবে সিরিয়ার পূর্ব ঘৌটায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ অনুগত বাহিনী বিমান হামলা জোরদার করে। ওই হামলায় অন্তত ৫৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

এমন প্রেক্ষাপটে মার্কিন কংগ্রেসের সিনেট কমিটির বৈদেশিক সম্পর্ক ও সামরিক পর্যবেক্ষণ কমিটির সভায় সিনেটর টেম কেইন বলেন, সাম্প্রতিক এই হামলা সিরিয়ায় মার্কিন বাহিনীর দীর্ঘমেয়াদী উপস্থিতির বিষয়ে উদ্বেগ বাড়িয়েছে। তবে পেন্টাগনে সাংবাদিকদের করা এ সংক্রান্ত প্রশ্নের জবাবে ওই হামলাকে আত্মরক্ষামূলক উল্লেখ করে ম্যাটিস বলেন, ‘যদি আমরা বৃহত্তর কোনও সংঘাতে জড়াতাম তাহলে এটা আমাদের দিক থেকে নেওয়া কোনও পদক্ষেপ হতো।’

সিরিয়া ও ইরাকে আইএসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ২০১৪ সালে মার্কিন জোট গঠিত গয়। গত বছর ইসলামিক স্টেটের বড় অংশকে পরাজিত করার পর সিরিয়ায় এখনও দুই হাজারের বেশি মার্কিন সেনা রয়েছে।

 

 

/জেজে/এএ/
সম্পর্কিত
ভারতের মসলা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু