X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বাসা ভাড়া দিতে পারছেন না মার্কিন কংগ্রেসের কনিষ্ঠ নারী সদস্য

বিদেশ ডেস্ক
১০ নভেম্বর ২০১৮, ১০:৫৬আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১০:৫৮

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কনিষ্ঠ নারী সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ তার বাসার ভাড়া দিতে পারছেন না। জানুয়ারিতে নতুন দায়িত্ব পাওয়ার আগ পর্যন্ত তার এই অবস্থা বহাল থাকবে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমকে কংগ্রেস সদস্য জানান, তিনি জানুয়ারিতে প্রথম চেক পাওয়ার আশায় আছেন। চেক পাওয়ার পরই ওয়াশিংটন ডিসিতে বাসা ভাড়া নেবেন।

বাসা ভাড়া দিতে পারছেন না মার্কিন কংগ্রেসের কনিষ্ঠ নারী সদস্য

শুক্রবার আরেক মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সংবাদ উপস্থাপক এড হেনরি দাবি করেছেন, ওকাসিও-কর্টেজ পুরোপুরি সত্যি কথা বলছেন না। কারণ এক সাময়িকীতে তাকে কয়েক হাজার ডলার মূল্যের পোশাক পরতে দেখা গেছে। এর জবাবে কংগ্রেস সদস্য টুইটারে লিখেছেন, ছবির জন্য এসব পোশাক ধার করা হয়েছিল।

টুইটারে ওকাসিও-কর্টেজের জানুয়ারিতে বেতনের অপেক্ষার থাকার পোস্টটি অনেকের সহানুভূতি পেয়েছে।

নিউ ইয়র্কের ১৪তম কংগ্রেশনার জেলা থেকে তিনি কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছেন। ব্রনক্সে জন্ম নেওয়া এই রাজনীতিকের বাবা-বা পুয়ের্তো রিকান। তিনি নিজেকে একজন খেটে খাওয়া মানুষ হিসেবে দাবি করেন। ২০১৮ সালের আগ পর্যন্ত তিনি একটি রেস্তোরাঁয় কাজ করেছেন। তার আর্থিক বিবরণী অনুসারে, গত বছর তিনি ২৬ হাজার ৫০০ ডলার আয় করেছেন।

বৃহস্পতিবার টুইটে তিনি দাবি করেছেন, তার বাসা ভাড়া নিতে না পারাটাই প্রমাণ করে যুক্তরাষ্ট্রের নির্বাচনি ব্যবস্থা শ্রমিক শ্রেণির নেতৃত্ব দেওয়ার জন্য না।

উল্লেখ্য, বাসা ভাড়ার উচ্চ হারের দিক থেকে বিশ্বের শীর্ষ ১০টি শহরের তালিকায় রয়েছে ওয়াশিংটন ডিসির নাম। এক বেডরুমের একটি অ্যাপার্টমেন্টের ভাড়া প্রতিমাসে প্রায় ২ হাজার ১৬০ ডলার। শহরটির প্রতি পাঁচজন শিশুর একজন অত্যন্ত নিম্ন আয়ের বাসায় থাকে। হার্ভাডের এক প্রতিবেদন অনুসারে, ৩৮ মিলিয়নের বেশি মার্কিন নাগরিক নিজেদের বাসা ভাড়া বহন করতে পারছে না।

কংগ্রেস সদস্যদের ১ লাখ ৭৪ হাজার ডলার করে দেওয়া হয় তাদের নির্বাচনি এলাকায় বাসা ভাড়ার জন্য। ২০১৫ সালে ক্রিস্টি নোয়েম জানিয়েছিলেন, কংগ্রেস অধিবেশনের সময় তিনি তার কার্যালয়েই ঘুমাতেন। রিপাবলিকান স্পিকার পল রায়ানও জানিয়েছেন, তিনি বেশ কয়েক বছর নিজের কার্যালয়েই ঘুমিয়েছেন। সূত্র: বিবিসি।

 

/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলপন্থি প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ
ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ: এবার নিউ ইয়র্কের সিটি কলেজের শিক্ষার্থীদের গ্রেফতার
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!