X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

হোয়াইট হাউসে ট্যাংক বিধ্বংসী রকেট হামলার পরিকল্পনা, গ্রেফতার ১

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০১৯, ১৬:২১আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৫:০৩
image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন ও সরকারি অফিস হোয়াট হাউসে ট্যাংক বিধ্বংসী রকেট দিয়ে হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছিল। এর দায়ে গ্রেফতার করা হয়েছে একজনকে। অভিযুক্ত জর্জিয়ার ২১ বছর বয়সী বাসিন্দা হাশের জালাল তাহেব। বুধবার (১৬ জানুয়ারি) তাকে গ্রেফতার করে এ বিষয়ে মার্কিন তদন্তকারীরা তথ্য প্রকাশ করেছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হোয়াইট হাউস ছাড়াও স্ট্যাচু অব লিবার্টি, ওয়াশিংটনের ভাস্কর্য, লিংকনের ভাস্কর্য এবং ইহুদিদের প্রার্থনা গৃহ সিনেগগেও হামলা চালানোর পরিকল্পনা ছিল তাহেবের। হাশার জালাল তাহেব

হাশার জালাল তাহেবের বিরুদ্ধে অভিযোগ, সে প্রথমে ট্যাংক বিধ্বংসী রকেট দিয়ে হামলা চালিয়ে হোয়াইট হাউসের দেয়াল ধ্বংস করতে চেয়েছিল। তারপর সে স্থান দিয়ে দলবলসহ ভেতরে ঢুকে বন্দুক ও গ্রেনেড হামলা চালাতে ইচ্ছুক ছিল। এই ষড়যন্ত্রের অভিযোগে তাকে গত বুধবার আটক করে আটলান্টার এক আদালতে উপস্থাপন করা হয়।

নর্দার্ন ডিসট্রিক্ট অব জর্জিয়ার অ্যাটর্নি জেনারেল বিং পাক জানিয়েছেন, তাহেবের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করছে মার্কিন ‘ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন’ (এফবিআই)। তার ভাষ্য, ‘তার উদ্দেশ্য ছিল বিস্ফোরক, আইইডি ও ট্যাংক বিধ্বংসী রকেট ব্যবহার করে হোয়াইট হাউসে হামলা চালানো এবং সুযোগ পেলে ওয়াশিংটনের অন্যান্য লক্ষ্যবস্তুগুলোরও ধ্বংস সাধন করা।’

তাহেবের বিরুদ্ধে দায়ের করা অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১৮ সালের মার্চ মাসেই তার ‘চরমপন্থী’ হয়ে ওঠার বিষয়ে পুলিশকে জানানো হয়েছিল। ২০১৮ সালের ২৫ আগস্ট তাহেব তার গাড়িটি বিক্রি করে দেওয়ার চেষ্টা করলে একজন এফবিআই কর্মকর্তা ক্রেতার ছদ্মবেশে তার সঙ্গে পরিচিত হন।

ক্রেতার ছদ্মবেশে থাকা ও এফবিআই কর্মকর্তাকে তাহেব বলেছিল, সে হোয়াইট হাউস ও স্ট্যাচু অব লিবার্টিতে হামলা চালাতে চায়। তার মন্তব্য ছিল, ‘জিহাদ ইসলামে সবচেয়ে সোয়াবের কাজ এবং এটি ইসলামের সর্বোচ্চ স্তর।’ ২০১৮ সালের ডিসেম্বরে গাড়ি ক্রেতার ছদ্মবেশে থাকা ওই একই এফবিআই কর্মকর্তাকে তাহেব বলেছিল, সে যতটা বেশি সম্ভব ক্ষতি সাধন করে ‘শহিদ’ হতে চায়। হোয়াইট হাউসে আঘাত হানার জন্য তার অস্ত্র ও বিস্ফোরক দরকার।

ওই মাসের শেষের দিকে তাহেব আরও জানায়, সে ওয়াশিংটনের ভাস্কর্য, লিংকনের ভাস্কর্য এবং ইহুদিদের প্রার্থনা গৃহ সিনেগগেও হামলা চালাতে ইচ্ছুক। তার পরিকল্পনা ছিল, সেমি অটোমেটিক রাইফেল ও ‘এটি ফোর’ ট্যাংক বিধ্বংসী রকেট ও গ্রেনেড ব্যবহার করার। জানুয়ারির ১৭ তারিখে দলবলসহ তার হামলাটি চালানোর দিনক্ষণ নির্ধারিত হয়েছিল। গত ১৬ জানুয়ারি সত্যি সত্যি অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করতে ছদ্মবেশধারী এফবিআই কর্মকর্তার কাছে উপস্থিত হলে তাহেবকে গ্রেফতার করা হয়।

/এএমএ/
সম্পর্কিত
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী