X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের প্রমাণ প্রবল: গোয়েন্দা কমিটি

বিদেশ ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৯, ০৩:৫১আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ০৩:৫৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার ও অভিশংসন তদন্তে বাধা দেওয়ার অভিযোগ এনেছেন বিরোধী রাজনৈতিক দল ডেমোক্র্যাটের নেতারা। মঙ্গলবার দেশটির ডেমোক্র্যাট নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটি প্রকাশিত প্রতিবেদনে এই অভিযোগ করা হয়েছে। এর ফলে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের অভিযোগ আনার ক্ষেত্রে আনুষ্ঠানিক পদক্ষেপের ভিত্তি তৈরি হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের প্রমাণ প্রবল: গোয়েন্দা কমিটি

সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ওই ফোনালাপ ফাঁস হলে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ঝড় উঠে। ফাঁস হওয়া ফোনালাপে দেখা যায়, সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্তের জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে রীতিমতো চাপ দিচ্ছেন ট্রাম্প। ওই ফোনালাপের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার একজন সদস্য আনুষ্ঠানিক অভিযোগ করার পর ট্রাম্পের অভিশংসনের দাবি সামনে আসে। তাকে প্রেসিডেন্সি থেকে সরাতে তদন্ত শুরু করে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ। তবে এই তদন্তকে ন্যাক্কারজনক হিসেবে আখ্যায়িত করেছেন ট্রাম্প। তার দাবি, তাকে অভিশংসনের ক্ষমতা বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির নেই। তবে এমন দাবির মধ্যেই নিজের অভিশংসন তদন্তের শুনানিতে ডাক পড়ে তার। রবিবার (১ ডিসেম্বর) হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্প কিংবা তার কোনও আইনজীবী শুনানিতে অংশ নেবেন না। অভিশংসন প্রক্রিয়ায় ‘ন্যায়পরায়ণতার’ ঘাটতি রয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ও হোয়াইট হাউস সফরকে ইউক্রেনের নেতার ওপর একটি তদন্ত শুরু করার জন্য চাপ প্রয়োগে ব্যবহার করেছেন ট্রাম্প, যা থেকে তিনি রাজনৈতিক সুবিধা পেতেন।

এতে বলা হয়েছে, রিপাবলিকান প্রেসিডেন্ট নিজের ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থকে যুক্তরাষ্ট্রের স্বার্থের ঊর্ধ্বে স্থান দিয়েছেন। তিনি প্রেসিডেন্ট নির্বাচনি ব্যবস্থার বিশুদ্ধতার ক্ষতি করতে চেয়েছেন এবং জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন।

সেপ্টেম্বরে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন শুনানি শুরু করা ডেমোক্র্যাট নেতৃত্বাধীন কমিটির অভিযোগ, তদন্তে অস্বাভাবিক অসহযোগিতা করেছেন প্রেসিডেন্ট। শীর্ষ উপদেষ্টাদের শুনানীতে হাজির হতে না দেওয়া এবং সংশ্লিষ্ট দিতে অস্বীকৃতি জানানো হয়েছে।

প্রতিবেদনটি প্রকাশের পর কমিটির চেয়ারম্যান অ্যাডাম শেফ ট্রাম্পকে এমন হিসেবে বর্ণনা করেছেন ‘যিনি নিজেকে অভিযোগ, অভিশংসন, জবাবদিহিতা ও আইনের ঊর্ধ্বে মনে করেন’।

ন্যাটো সম্মেলনে যোগ দিতে লন্ডনে অবস্থান করা ট্রাম্প কোনও বেআইনি কাজ করার কথা অস্বীকার করেছেন। তিনি অভিযোগ করেছেন, ২০১৬ সালের নির্বাচনের ফল উল্টে দিতে ডেমোক্র্যাটরা অভিশংসন প্রক্রিয়াকে কাজে লাগাচ্ছে।

প্রতিবেদনের বিষয়ে হোয়াইট হাউসের নারী মুখপাত্র স্টেফানি গ্রিশাম বলেছেন, প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা লজ্জাকর এক তরফা প্রক্রিয়া চালিয়েছেন এবং ট্রাম্পের কোনও বেআইনি কাজের কোনও প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন।

গোয়েন্দা কমিটি স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবেদনের ফলাফলের ওপর ভোট আয়োজন করবে। ভোটের পর তা প্রতিনিধি পরিষদের আইন কমিটির কাছে যাবে। বুধবার এই কমিটির প্রক্রিয়া শুরু হবে। প্রতিনিধি পরিষদ যদি ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিশংসনের অভিযোগ অনুমোদন দেয় তাহলে রিপাবলিকান নেতৃত্বাধীন সিনেটে একটি বিচার শুরু হবে। সেখানে ট্রাম্পকে অভিযুক্ত ও দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হলে দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন হবে।

 

/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলপন্থি প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ
ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ: এবার নিউ ইয়র্কের সিটি কলেজের শিক্ষার্থীদের গ্রেফতার
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!