X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

যু্ক্তরাষ্ট্রে ৯/১১ হামলায় নিহতদের স্মরণ

বিদেশ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২০, ২৩:৫৩আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ২৩:৫৫

৯/১১ হামলার ১৯তম বার্ষিকীতে নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স নিউ ইয়র্কের স্মরণসভায় উপস্থিত হয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেনসিলভানিয়াতে হাইজ্যাক করা বিমানের দুর্ঘটনাস্থলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

যু্ক্তরাষ্ট্রে ৯/১১ হামলায় নিহতদের স্মরণ

২০০১ সালের ১১ সেপ্টেম্বর। যুক্তরাষ্ট্রের ব্যস্ততম শহরগুলোর একটি নিউ ইয়র্কে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দুইটি ভবনে বিমান নিয়ে আত্মঘাতী হামলা চালায় আল কায়েদার জঙ্গিরা। ধ্বংস হয় পাশের আরেকটি ছোট ভবনও। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহু মানুষ। উদ্ধার তৎপরতা চালাতে গিয়েও প্রাণ হারান অনেকে। হামলার শিকার হয় মার্কিন প্রতিরক্ষা বিভাগের হেডকোয়ার্টার পেন্টাগন। প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারান ৯/১১ এর হামলায়। নিউ ইয়র্কের রাস্তায় নেমে আসে সাঁজোয়া যান। হামলার আশঙ্কায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে সারাদিন বিভিন্ন অজানা স্থানে রাখা হয়। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এই হামলাকে ‘আমেরিকার ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট এবং ধৃষ্টতাপূর্ণ হামলা’ আখ্যা দেয়। ৯/১১ হামলার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন মার্কিন আইন কঠোরতর হয়, তেমনি ঢেলে সাজানো হয় মার্কিন আমলাতন্ত্র। গঠিত হয় নতুন বাহিনী, নতুন মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের ডাকে ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে’ একতাবদ্ধ হয় পশ্চিমা শক্তিগুলো। আফগানিস্তানে হামলা চালিয়ে তারা ক্ষমতাচ্যুত করে তালেবান জঙ্গিদের। আফগান যুদ্ধ শুরুর পর ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের’ অংশ হিসেবে হামলা হয় ইরাকেও। এরপর দৃশ্যপটে আবির্ভূত হয় নতুন জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট এবং সেই সূত্রে আরও যুদ্ধ।

যু্ক্তরাষ্ট্রে ৯/১১ হামলায় নিহতদের স্মরণ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে থাকতেই যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৮টা ৪৬ মিনিটে নীরবতা পালনের মধ্য দিয়ে ৯/১১-এ নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এয়ারফোর্স ওয়ানের কনফারেন্স রুমে তারা এ নীরবতা পালন করেন বলে জানিয়েছেন তাদের সঙ্গে থাকা সাংবাদিকেরা। এসময় কোনও বক্তব্য রাখেননি প্রেসিডেন্ট ট্রাম্প।

যু্ক্তরাষ্ট্রে ৯/১১ হামলায় নিহতদের স্মরণ

নিউ ইয়র্কের আয়োজনে প্রায় ২০০ জনের মতো মানুষ উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন গভর্নর অ্যান্ড্রিউ কৌমো, মার্কিন সিনেটর চাক শুমার। হামলায় নিহত প্রায় ৩ হাজার মানুষের নাম ঘোষণা করা হয় আগের ধারণকৃত ভিডিওতে। মাস্ক পরিহিত বাইডেন ও পেন্স একে অন্যকে শুভেচ্ছা জানিয়েছেন। পেন্স বাইবেলের স্তবক পাঠ করেন কিন্তু বাইডেন কোনও মন্তব্য করেননি।

 

পেনসিলভানিয়ার শ্যাংকসভাইলে ও পেন্টাগনেও একই ধরনের স্মরনসভা আয়োজন করা হয়। এখানে মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে চেয়ারে বসেন।

যু্ক্তরাষ্ট্রে ৯/১১ হামলায় নিহতদের স্মরণ

শ্যাংকসভাইলে স্মরণসভায় ট্রাম্প বলেন, শত্রু ও ভয়াবহ হামলার মাঝখানে একমাত্র দাঁড়িয়েছিল আমেরিকান গণতন্ত্র এবং ৪০ সাহসী নারী ও পুরুষ। যারা ছিলেন ফ্লাইট ৯৩ এর যাত্রী ও ক্রু। সন্ত্রাসীরা আমাদের জনগণকে হুমকি দিলে আমেরিকা কখনও বসে থাকবে না।

বক্তব্যে ট্রাম্প ২০১৯ সালে ইসলামিক স্টেটের নেতা আবু বকর আল-বাগদাদি ও ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার কথা তুলে ধরেন। তবে ২০১১ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভাইস প্রেসিডেন্ট বাইডেনের শাসনামলে ৯/১১ হামলার নাটেরগুরু ওসামা বিন লাদেনকে হত্যার উল্লেখ করেননি ট্রাম্প।

 

/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলপন্থি প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ
ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ: এবার নিউ ইয়র্কের সিটি কলেজের শিক্ষার্থীদের গ্রেফতার
সর্বশেষ খবর
ড. ইউনূসের বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা, জানা যাবে আজ
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসের বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা, জানা যাবে আজ
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!