X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

মঙ্গলের নতুন নতুন ছবি পাঠাচ্ছে নাসার মহাকাশ যান, বিজ্ঞানীদের উচ্ছ্বাস

বিদেশ ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৩আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৩
image

মঙ্গলগ্রহে সফলভাবে পা রাখার পর সেখানকার আরও নতুন কয়েকটি ছবি পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার পাঠানো যান পারসিভেয়ারেন্স। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) নিজস্ব ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন তিনটি ছবি প্রকাশ করেছে নাসা। এ ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করে সংস্থার বিজ্ঞানীরা বলেছেন, মহাকাশ যা্নটি ভালো অবস্থায় আছে এবং গ্রহের পৃষ্ঠভাগ থেকে নতুন নতুন ছবি পাঠাচ্ছে। এর আগে গ্রহে অবতরণের সময়কার দুইটি ছবি প্রকাশ করেছিল নাসা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মঙ্গল গ্রহের বিষুব এলাকার জেযেরো নামক স্থানে এক গভীর গর্তে এই রোভারটিকে নামানো হয়েছে। ৬ চাকার এই মঙ্গলযানটি আগামী ২ বছর মঙ্গলগ্রহ থেকে নমুনা সংগ্রহের কাজ করবে। হ্রদ চত্বরে মাটি ও পাথরের মধ্যে খনন করে অনুজীবের অস্তিত্ব রয়েছে কিনা, আদৌও কোনও অস্তিত্ব ছিল কিনা, তার সন্ধান চালাবে এই রোবট।

লাল গ্রহের বুকে ঠিক কী ভাবে পালকের মতো আলতো পা ছোঁয়াতে পারল নাসার রোভার , তার তাকলাগানো ছবি পাঠিয়েছিল অবতরণের অব্যবহিত আগেই। মঙ্গলে নামার সময় এমন ছবি এর আগে আর কোনও মহাকাশযানই তুলে পাঠাতে পারেনি। নামার কয়েক মুহূর্তের মধ্যে আবারও এলো নতুন ছবি।

নাসার মিশন অপারেশন্স সিস্টেমের (এমওএস) ম্যানেজার পাওলিন হোয়াং বলেন, ‘আমি নিশ্চিতভাবে বলতে পারি যে রোভারটি স্কাই ক্রেনের ঝুলে থাকার সময়কার ছবি যখন আমরা দেখেছি তখন তা ছিল দারুণ অনুভূতি। বিজ্ঞানীদের গোটা দল যেন বাকরুদ্ধ হয়ে গেছিলো। শুধুই বিজয়ের অনুভূতি বোধ হচ্ছিলো। সত্যি করে বলতে গেলে এটা ছিল অবিশ্বাস্যরকমের।’

নাসা নতুন যে তিনটি ছবি প্রকাশ করেছে তার একটিতে দেখা গেছে রোভারকে লাল গ্রহের বুকে নিরাপদে নামাচ্ছে মহাকাশযান। সেখান থেকেই দেখা যাচ্ছে ওই চত্বরে কোথায় কোথায় গর্ত রয়েছে, কোথায় সমতল রয়েছে। অপর ২টি ছবি তোলা হয়েছে নাসার ল্যান্ডারের মাথার উপরে রাখা সুপারক্যামের মাধ্যমে। সে দুটি ছবিই তোলা হয়েছে মঙ্গলগ্রহের নামার ঠিক আগে ও পরের মুহূর্তে। প্রতিটিই উচ্চ রেজ্যুলেশনের ছবি।

/এফইউ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলপন্থি প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ
ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ: এবার নিউ ইয়র্কের সিটি কলেজের শিক্ষার্থীদের গ্রেফতার
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!