X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট অধিবেশন বাতিল

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০২১, ১১:২৩আপডেট : ০৪ মার্চ ২০২১, ১৫:০৮
image

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে ৪ মার্চ সম্ভাব্য হামলার বিষয়ে আইনপ্রণেতাদের সতর্ক করেছে দেশটির কর্মকর্তারা। বুধবার এই সতর্কতার পর বৃহস্পতিবারে পার্লামেন্টের অধিবেশন বাতিল করা হয়েছে। পুনর্নির্ধারণ করা হয়েছে ভোটাভুটির তারিখ। এছাড়া ক্যাপিটল ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্প্রচারমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ৬ জানুয়ারি কংগ্রেসের অধিবেশনে জো বাইডেনকে জয়ী হিসেবে ঘোষণার আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যেই হঠাৎ সেখানে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। এ ঘটনায় পাঁচজন নিহত ও অর্ধ শতাধিক মার্কিনি গ্রেফতার হওয়ার খবর পাওয়া যায়। হামলাকারীদের ঠেকাতে গিয়ে আহত হয় ক্যাপিটলের বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাও।

নজিরবিহীন ওই হামলার ঘটনার দুই মাসের মাথায় আবারও ক্যাপিটলে হামলা হতে পারে সতর্ক করে এফবিআই ও স্বরাষ্ট্র দফতর। এসব সংস্থার তরফ থেকে জানানো হয় আগামী ৪ মার্চ ক্যাপিটলে হামলার ষড়যন্ত্র নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছে উগ্রবাদী গোষ্ঠীর সদস্যরা।

ওই সতর্কতার পর ক্যাপিটলের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সিএনএন জানিয়েছে, উগ্রবাদী গোষ্ঠীর সদস্যরা মূলত অনলাইনে নিজেদের মধ্যে আলাপে হামলার বিষয়ে আলোচনা করেছে। বুধবার সিনেটের এক শুনানিতে ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান মেলিসা স্মিস্লোভা জানান, আগামী ৪ ও ৬ মার্চ নিয়ে উগ্রবাদীদের মধ্যে আলোচনা চলছে।

মার্কিন ক্যাপিটল পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সম্ভাব্য হামলার বিষয়ে সতর্কতা পেয়েছে তারা। এই সতর্কতার জেরে সম্ভাব্য হুমকির বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। বিভিন্ন অবকাঠামো মোতায়েনসহ অতিরিক্ত জনবলও আনা হয়েছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
সর্বশেষ খবর
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী