X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

করোনা নিয়ে মার্কিন উদ্যোগের কড়া জবাব দিলো চীন

বিদেশ ডেস্ক
২৭ মে ২০২১, ২১:১২আপডেট : ২৭ মে ২০২১, ২১:১২
image

চীনের গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়েছে কিনা তা আবারও খতিয়ে দেখতে যুক্তরাষ্ট্রের নেওয়া উদ্যোগের কঠোর সমালোচনা করেছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ এই ইস্যুতে যুক্তরাষ্ট্র রাজনৈতিক দোষারোপ ও দায় চাপানোর কৌশল নিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৯ সালের শেষের দিকে চীনের শহর উহানে কোভিড-১৯ প্রথম শনাক্ত হয়েছিল। ভাইরাসটির উৎপত্তির জন্য চীনের পশু বিক্রির একটি বাজারের কথা বলা হলেও যুক্তরাষ্ট্র অভিযোগ তোলে উহানের একটি ভাইরাস গবেষণাগার থেকে এটি ছড়িয়েছে। পরে এনিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তদন্তে সহায়তা করে চীন। মার্চে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়,এই সংক্রমণ গবেষণাগার থেকে ছড়িয়েছে এটা প্রমাণ করা খুবই কঠিন। সেখানে বলা হয়, সম্ভবত বাদুড় থেকে কোনো একটি প্রাণীর মাধ্যমে বাহিত হয়ে এই ভাইরাসের সংক্রমণ মানুষের মাঝে ছড়িয়েছে। 

বুধবার হোয়াইট হাউজের এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাস কোন জায়গা থেকে ছড়িয়েছে তা তদন্ত করে দেখতে গোয়েন্দা সংস্থাগুলো নির্দেশ দেন। তাদের এ সংক্রান্ত প্রচেষ্টা দ্বিগুণ করে আগামী ৯০ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। চীনের ল্যাব থেকেই ভাইরাসটি দুর্ঘটনাবশত ছড়িয়েছে বলে সম্প্রতি যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যমের খবর প্রকাশের পর এই নির্দেশ দিয়েছেন বাইডেন।

আর এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। হোয়াইট হাউজের বিবৃতির পরই ওয়াশিংটনে চীনা দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘কিছু রাজনৈতিক শক্তি দোষ চাপানো এবং রাজনৈতিক কারসাজির পথ বেছে নিয়েছে।’ কোভিড-১৯ এর উৎস খুঁজতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বিতীয় দফায় অনুসন্ধান শুরু করার প্রস্তুতি নেওয়ায় চাপে আছে চীন।

ওয়াশিংটন দূতাবাসের পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও মার্কিন উদ্যোগের কড়া সমালোচনা করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, এই উদ্যোগের মধ্য দিয়ে দেখা যাচ্ছে ‘যুক্তরাষ্ট্র প্রকৃত ঘটনা বা সত্যের ধার ধারে না আর ভাইরাসের উৎস নিয়ে বিজ্ঞান ভিত্তিক গুরুত্ববহ গবেষণায় তাদের কোনও স্বার্থ নেই।’ তিনি বলেন, ‘তারা বিজ্ঞানের প্রতি অশ্রদ্ধাশীল এবং মানুষের জীবনের প্রতি দায়িত্বজ্ঞানহীন।’ মুখপাত্র আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মিথ্যা তথ্য ছড়ানোর বহু অন্ধকার ইতিহাস রয়েছে।’

/জেজে/
সম্পর্কিত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রে ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক
সর্বশেষ খবর
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!