X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

সামাজিক দায়িত্বহীনতায় সুস্থ হচ্ছে না সিজোফ্রেনিকরা!

জাকিয়া আহমেদ
২৬ এপ্রিল ২০১৭, ০৭:৫৯আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১৯:৫৩

সিজোফ্রেনিয়ায় আক্রান্ত দুই বোন রিতা ও মিতা পারিবারিক ও সামাজিক অবহেলা, দায়িত্বহীনতা এবং উদাসীনতার কারণে দীর্ঘমেয়াদী মানসিক রোগীরা আরও বেশি অসুস্থ হচ্ছে। মনোসমস্যায় ভোগা মানুষদের জন্য রাষ্ট্রীয় বা সামাজিক দায়িত্বহীনতার বিষয়টি নতুন করে সামনে এসেছে রিতা-মিতার পুনরায় হাসপাতালে ভর্তি হওয়ায়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ছিলেন আইনুন্নাহার রিতা। একসময় তিনি চাকরি ছেড়ে দেন। কিন্তু কেন দীর্ঘদিনের চাকরি ছেড়ে দিলেন, তা তার পরিবার বা সমাজ সেই সময় ভাবেনি। তখন যদি তা পর্যবেক্ষণ করা হতো তাহলে আজ দুই বোনের অবস্থা এমন হতো না।
দুই বোনের মধ্যে ছোট বোন মিতা সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। তার মাধ্যমেই মূলত সন্দেহবাতিক অসুখে আক্রান্ত হন বড় বোন রিতা। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয়, ‘শেয়ার ডেলিউশন।’ ছোট বোনের কাছ থেকে সন্দেহ বাসা বাঁধে এমন কথা দিনরাত শুনেই তিনি এ রোগে আক্রান্ত হন। তারা খুবই সন্দেহবাতিক, কাউকে ভালোভাবে নিতে পারেন না। তারা এক ভুলের মধ্যে বাস করছেন, যেখান থেকে তাদের যুক্তিপ্রমাণ দিয়ে সরানো যাবে না। আশেপাশের সবাইকে তারা সন্দেহ করে।
আলোচিত এই দুই বোনের মানসিক রোগ নিয়ে বিশেষজ্ঞরা বলেন, ‘রিতা-মিতার মতো রোগীদের সামাজিক সহায়তা দরকার। প্রয়োজন সামাজিক পুনর্বাসন, যেটা তাদের ক্ষেত্রে হয়নি। বিশেষজ্ঞদের মতে, চিকিৎসাক্ষেত্রের অনেক শাখায় উন্নত বিশ্বের কাছাকাছি হলেও মানসিক রোগীদের সামাজিকভাবে পুর্নবাসন এবং সহায়তার ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে।’
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের কমিউনিটি অ্যান্ড সোশ্যাল সাইকিয়াট্রিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. তাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রিতা শুধু বোনের সংস্পর্শে থাকার কারণে সে-ও সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয়েছে। যদি পরিবার প্রথম দিকে রিতাকে আলাদা রেখে চিকিৎসা দিতো, তাহলে এত বছর তাকে রোগী থাকতে হতো না। পারিবারিকভাবে দায়িত্বশীল আচরণ করা হলে অনেক আগেই রিতা সুস্থ হতে পারতেন।’
রিতা ও মিতা দুই বোন রিতা ও মিতাকে প্রথম তাদের বাড়ি থেকে উদ্ধার করেন মানবাধিকার কর্মী ও আইনজীবী অ্যাডভোকেট এলিনা খান। তিনি বলেন, ‘২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত আমি তাদের দেখাশোনা করেছি। তারা পরিবারের কাউন্সিলিং পায়নি, পরিবারের কেউ এগিয়ে এসে তাদের দায়িত্ব নিতে চায়নি। কিন্তু এ ধরনের রোগীদের পরিবার ও সমাজে কাউন্সিলিং পদ্ধতি তৈরি করা খুব দরকার। এলাকাভিত্তিক প্রতিটি ওয়ার্ড কাউন্সিলদের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ খুব জরুরি, তাহলে হয়তো বিষয়গুলো নিয়ন্ত্রণে আনতে পারবো। সরকার সাম্প্রতিক সময়ে সাইকোলজিস্ট ও সাইকিয়াট্রিস্টদের নিয়ে কাজ করছে। রাষ্ট্রীয়ভাবে এসব পেশাজীবীদের সঙ্গে মনোসামাজিক সমস্যায় ভোগা রোগীদের কাউন্সিলিং ও পুনর্বাসনের ব্যবস্থা করতে সরকারের কাছে অনুরোধ করছি।’
যদিও সংশ্লিষ্টরা বলছেন, সঠিক সময়ে চিকিৎসা নিলে সিজোফ্রেনিকরা স্বাভাবিক জীবনে ফিরতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, অতিমাত্রায় লাজুক এবং এককেন্দ্রিক মানুষই সিজোফ্রেনিয়ায় বেশি আক্রান্ত হয়। আবার সিজোফ্রেনিয়ার পরিবারিক ইতিহাস রয়েছে, তাদেরও এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। মূলত ১৫-৪৫ বছরের মধ্যে নারীদের গড় বয়স ৩২ হলেও পুরুষরা এ রোগে আক্রান্ত হয় ২৮ বছর বয়সে। আবার ‘লেট অনসেট সিজোফ্রেনিয়া’ বলেও একটি ধরন রয়েছে যা শুরু হয় এই বয়সের পরে।
তবে গবেষণা বলছে, নারীদের চেয়ে পুরুষরা সিজোফ্রেনিয়ায় বেশি আক্রান্ত হয়ে থাকে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০০৫-২০০৬ সালের জরিপ অনুযায়ী, বিশ্বে ২ কোটি ৬০ লাখ মানুষ সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। এর মধ্যে বাংলাদেশে এই সংখ্যা ১৬ লাখের কিছু বেশি, যাদের বেশিরভাগই অবহেলার শিকার। এমনকি এ রোগে আক্রান্তরা সাধারণ মানুষের গড় বয়সের চেয়ে ১৫-২০ বছর কম বয়স বাঁচেন, অর্থাৎ সিজোফ্রেনিয়ায় আক্রান্তদের মৃত্যু হয় সাধারণ মানুষের তুলনায় আগে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে জানা যায়, রোগজনিত কারণে অক্ষমতার প্রথম ১০টি কারণের একটি হচ্ছে সিজোফ্রেনিয়া। এ ধরনের রোগীদের মধ্যে ধূমপায়ীর সংখ্যা থাকে বেশি। এছাড়া ৪৫-৫৫ শতাংশ রোগী স্থূলতায় ভোগেন। তাদের মধ্যে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের হারও অন্যদের তুলনায় বেশি হয়। এমনকি তাদের নিয়মিত শারীরিক রোগকেও অবহেলা করা হয়।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ বলেন, ‘দীর্ঘমেয়াদী মনোসমস্যায় যারা ভুগছেন তাদের বায়ো-সাইকো সোশ্যাল (মনোদৈহিক সামাজিক) চিকিৎসা দিতে হবে। কিন্তু আমাদের দেশে কেবলই দৈহিক রোগের চিকিৎসা হয়, সেখানে মনের খবর থাকে না। রোগী এবং পরিবারের সদস্যদের কাউন্সিলিংয়ের কোনও উদ্যোগ আমাদের দেশে নেই। সোশ্যাল থেরাপি দেশে একেবারেই অনুপস্থিত, আমরা এ বিষয়ে উদাসীন বলা চলে।’
ডা. হেলাল উদ্দিন আহমেদ আরও বলেন, ‘উন্নত বিশ্বে সামাজিকভাবে কাউন্সিলর ও সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার রয়েছে, তারা বাড়ি বাড়ি গিয়ে রোগীদের আবাসন, খাদ্য এবঙ পরিবারের সদস্যদের সঙ্গে তাদের সর্ম্পক ঠিক রয়েছে কিনা তা দেখেন। বায়োলজিক্যাল ও সাইকোলজিক্যাল চিকিৎসার ক্ষেত্রে উন্নত বিশ্বের কাছাকাছি হলেও সামাজিক চিকিৎসা কিংবা রোগীদের সাহায্য-সহায়তার ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। সময় এসেছে এদিকে নজর দেওয়ার।’
অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লব জানান, সিজোফ্রেনিয়া একটি ক্রনিক ডিজিজ। সাধারণত সিজোফ্রেনিয়ার এক-তৃতীয়াংশ রোগী পুরোপুরি সুস্থ হয়, এক-তৃতীয়াংশের সুস্থতা ভালো-খারাপের মাঝামাঝি থাকে আর বাকি এক-তৃতীয়াংশ কখনোই সুস্থ হয় না।
ডা. সালাউদ্দিন কাউসার বিপ্লব আরও বলেন, ‘সিজোফ্রেনিক রোগ সর্ম্পকে ভালো ধারণা রাখতে হবে সবাইকে। বিশেষ করে কখন, কীভাবে এই রোগীদের সহযোগিতা দরকার হয় তা জানা জরুরি। আরেকটি হলো— অন্য দশটা রোগের ক্ষেত্রে পরিবার ও সমাজ যেমন সচেতনতা ও দায়িত্বশীলতার পরিচয় দেয়, এই মানসিক রোগীদের বেলায়ও ঠিক একইরকম দায়িত্বশীলতা দেখাতে হবে। সেই দায়িত্বগুলো আমাদের নিতে হবে। পরিবারের একজন সদস্যের ক্যানসার হলে যেভাবে অন্যরা দায়িত্ব পালন করেন, একজন মানসিক রোগীর ক্ষেত্রেও একই মানসিকতা দেখাতে হবে। নয়তো রিতা-মিতার সংখ্যা আরও বাড়বে, কারণ তাদের দায়িত্ব কেউ নেয়নি।’

আরও পড়ুন-

গ্লুকোমা চোখের নীরব ঘাতক

বিএসএমএমইউ’তে চালু হবে জরুরি বিভাগ

ম্যালেরিয়া ঝুঁকিতে রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি

/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!