X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘জীবনরক্ষাকারী ৯৩টি ওষুধ থেকে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৭, ০১:১২আপডেট : ১৩ জুন ২০১৭, ০১:৩১

 স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক জীবনরক্ষাকারী ৯৩টি ওষুধের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে, বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (১২ জুন) দুপুরে ওষুধ প্রশাসন অধিদফতরে আয়োজিত এক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
ওষুধ প্রশাসন অধিদফতর ওরিয়েন্টেশন প্রোগ্রামে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ৫ বছরের জন্য স্বাস্থ্য খাতে ১ লাখ ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এরমধ্যে ২০১৭-১৮ অর্থ বছরে জন্য প্রায় ২০ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। যা বিগত বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি।’
তিনি বলেন, ‘স্বাস্থ্য খাতের বরাদ্দের বেশিরভাগ অর্থই অবকাঠামো উন্নয়ন এবং যন্ত্রপাতি ক্রয়ে ব্যয় করা হবে। দেশের সকল জেলা হাসপাতালে ৫ শয্যা বিশিষ্ট আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট বা নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থাপন করা হবে। যার সুফল জনগণ ভোগ করবে। ফলে দেশের মানুষ উন্নত চিকিৎসা সেবা পাবে। দেশে বর্তমানে চিকিৎসক ও টেকনোলজিস্টের সংকট রয়েছে। তবে নার্সের সংকট নেই। চিকিৎসকের সংকট মেটাতে আরও ডাক্তার নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
দেশের সংক্রামক ব্যাধি অনেকটা নিয়ন্ত্রিত উল্লেখ করে তিনি বলেন, ‘তবে মাত্রাতিরিক্ত হারে অসংক্রামক রোগ বেড়েছে। এসব রোগ থেকে মুক্তি পেতে সচেতনতা বাড়াতে হবে।’

ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট মো. মোসাদ্দেক হোসেন, প্রশাসনের পরিচালক মো. গোলাম কিবরিয়া, মো. রুহুল আমিন প্রমুখ।

/জেএ/এনআই/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার সাজেদুলের অভিষেক
আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার সাজেদুলের অভিষেক
দাবদাহে স্থবির চুয়াডাঙ্গার জনজীবন
দাবদাহে স্থবির চুয়াডাঙ্গার জনজীবন
বানিয়ে ফেলুন আমের কাশ্মিরি আচার
বানিয়ে ফেলুন আমের কাশ্মিরি আচার
ভোটে প্রভাব বিস্তাব করবেন না, মন্ত্রী-এমপিদের ইসি
ভোটে প্রভাব বিস্তাব করবেন না, মন্ত্রী-এমপিদের ইসি
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে