X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

এবার ঈদের ছুটিতে অন্যান্যবারের চেয়ে বেশি রোগী সেবা পেয়েছেন

জাকিয়া আহমেদ
২৯ জুন ২০১৭, ০১:৫৮আপডেট : ২৯ জুন ২০১৭, ১৬:৪৮

 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ঈদের ছুটির সময়ে রোগীদের সঙ্গে চিকিৎসকরা ঈদের ছুটিতে হাসপাতালগুলোতে রোগীদের সেবা না পাওয়াসহ ছুটির সময় বেশিরভাগ চিকিৎসকের অনুপস্থিতির বিষয়টি এতদিন অনেকটা ওপেন সিক্রেট ছিল। এতদিন ঈদের সময় সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীরা ভর্তি থাকলেও চিকিৎসকসহ সংশ্লিষ্টদের উপস্থিতি থাকত কম।  কিন্তু এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এবার ঈদুল ফিতরের ছুটিতেও সরকারি হাসপাতালগুলোর জরুরি বিভাগ ও আন্তঃবিভাগ খোলা ছিল। ঈদের আগের দিন ও ঈদের দিন বহির্বিভাগ বন্ধ থাকলেও চিকিৎসা সেবায় এবারে কোনও সমস্যা হয়নি বলে জানিয়েছেন করেছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি ঈদের পরের দিনে দেশের কমিউনিটি ক্লিনিকগুলোতে সেবা পেয়েছেন চিকিৎসাপ্রার্থীরা।

মহাখালীতে অবস্থিত বক্ষব্যাধি হাসপাতালের ১২-১৩ ওয়ার্ডের ৬ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন শেখ মারুফ হোসেন। সাতক্ষীরা থেকে শ্বাসকষ্ট নিয়ে এসেছেন তিনি। ঈদের ঠিক আগের দিন তিনি এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।  সেদিন চিকিৎসক তাকে প্রাথমিকভাবে দেখে হাসপাতালে ভর্তির কথা বললেও তিনি ভর্তি হন ঈদের পরদিন। মারুফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভর্তি হওয়ার পর থেকেই প্রাথমিকভাবে যতটুকু চিকিৎসা পাওয়ার কথা ছিল, পুরোটাই পেয়েছি। চিকিৎসক, নার্স সবাই ছিল হাসপাতালে। চিকিৎসার কোনও ত্রুটি হয়নি।’ ঈদের ছুটিতে হেল্প অ্যান্ড হোপ হাসপাতালে রোগী দেখছেন চিকিৎসকরা

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. বশীর আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছুটির সময়ে আমরা সবসময়ই থাকি, এর বাইরে বিশেষ স্পেশাল টিম কাজ করে সব বিভাগে। অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপকরা হাসপাতালে এসেছেন, রাউন্ডে ছিলেন। যার যার অধীনে ভর্তি থাকা রোগীদের নিয়ে চিকিৎসকরা নিজেদের কাজ করে গেছেন, পরীক্ষা-নিরীক্ষা হয়েছে নিয়মিত। আমরা যারা অনকলে ডিউটিতে ছিলাম, তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ছিল হাসপাতালে থাকা চিকিৎসকদের। এই ছুটির ভেতরে সার্জারিও হয়েছে এবার।’

ঈদের সময় সারাদেশ থেকে আসা দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসার জন্য সার্বক্ষণিক চিকিৎসক উপস্থিতি ছিল জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল)।  দুর্ঘটনায় আহতদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল প্রশাসন সচেষ্ট ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের কর্তব্যরত চিকিৎসক ডা. শুভ প্রসাদ। তিনি বলেন, ‘এবারের ঈদের ছুটিতে আমরা নির্ধারিত ডিউটি রোস্টার অনুযায়ী কাজ করেছি। কোনও রোগী এবার চিকিৎসক না পেয়ে ফিরে যাননি।’ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তো ছিলেনই, অধ্যাপকসহ অনেকেই অন কলে ডিউটিতে ছিলেন। যাদের প্রয়োজন হলেই ডেকে আনা গেছে।’

পঙ্গু হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু সার্জারি বিভাগে নবজাতকসহ মোট ১১টি সার্জারি হয়েছে এবারের ঈদের তিনদিনের ছুটিতে। শিশু সার্জারি বিভাগের চিকিৎসকরা নিয়মিত হাসপাতালে ডিউটিতে ছিলেন বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন ঢামেকের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আব্দুল হানিফ তাবলু। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঈদের দিন শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আশরাফুল হক কাজল হাসপাতালে এসে রোগী দেখেছেন, আমি এসেছি ঈদের পরদিন।’  

অধ্যাপক আব্দুল হানিফ বলেন, ‘ট্রেইনি ও মিড লেভেলের চিকিৎসকরা সার্বক্ষণিক উপস্থিত ছিলেন। সেই সঙ্গে ছিলাম আমরা। বেশ কিছু কম্প্লিকেটেড রোগী ছিলেন, যাদের আমরা এই সময়ে দেখেছি। লোক স্বল্পতার কোনও বিষয়ই ছিল না এবার, আমাদের কোনও সমস্যাই হয়নি ছুটির ভেতরে।’

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিটি হাসপাতালে এবার চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক ছিল, কারণ এ বিষয়ে আগেই আমরা প্রস্তুতি নিয়েছিলাম। সে অনুযায়ী প্রতিটি হাসপাতালে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছিল।’

এদিকে, ঈদের ছুটির সময় কর্মস্থলে উপস্থিত থেকে রোগীদের সেবার জন্য চিকিৎসক, নার্সদের ধন্যবাদ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মাদ নাসিম। তিনি বলেন, ‘ঈদের ছুটির সময়ে দেশের হাসপাতালগুলোতে সেবার কোনও বিঘ্ন ঘটেনি।চিকিৎসক, নার্স ও কর্মচারীরা পর্যায়ক্রমে যথাযথভাবে দায়িত্ব পালন করায় রোগীরা অব্যাহত সেবা গ্রহণ করতে পেরেছেন।’

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে