X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

মেয়র আইভীকে কেবিনে স্থানান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৮, ১৭:১৩আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ১৭:১৭





ল্যাবএইড হাসপাতালে মেয়র সেলিনা হায়াৎ আইভী রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। রবিবার (২১ জানুয়ারি) সকালে তাকে ল্যাবএইড হাসপাতালের ৬০১ নম্বর কেবিনে স্থানান্তর করা হয়।

ল্যাবএইডের করপোরেট কমিউনিকেশন্স বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সাইফুর রহমান লেনিন বাংলা ট্রিবিউনকে এ খবর নিশ্চিত করেছেন।
লেনিন বলেন, ‘তার অবস্থা ভালোই। আগের চেয়ে শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে।’
এর আগে শনিবার (২০ জানুয়ারি) রাতে এক প্রেস ব্রিফিংয়ে ল্যাবএইড হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট কার্ডিওলজিস্ট ও প্রফেসর ডা. বরেণ চক্রবর্তী বলেন, ‘মেয়র আইভীর অবস্থা শুধু স্থিতিশীল নয়, উন্নতি হয়েছে। তিনি আমাদের হাসপাতালে যে সমস্যার জন্য এসেছেন, সেটি উন্নতির দিকে। স্ট্রোকের কারণে তার মস্তিষ্কের পেছনের অংশে ক্ষত হয়েছিল। আমরা গত কয়েকদিন ধরে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ করে দেখেছি— এটি স্থিতিশীল অবস্থায় থাকে নাকি আরও খারাপের দিকে যায়। সব অবজারভেশনে দেখা গেছ, তার অবস্থা উন্নতির দিকে।’
ডা. বরেণ চক্রবর্তী বলেন, ‘তাকে দুই-তিন দিনের মধ্যে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে। আমাদের পরামর্শ থাকবে— ১০ থেকে ১৫ দিন পর তিনি যেন আবারও ডাক্তারের সঙ্গে দেখা করেন।’
মেয়র সেলিনা হায়াৎ আইভী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে নারায়ণগঞ্জ থেকে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করানো হয়। পরে শুক্রবার সকালে আইভীকে দেখতে হাসপাতালে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। গত শনিবার (২০ জানুয়ারি) তাকে হাসপাতালে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

/টিওয়াই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত: উদ্ধারে বাধা প্রতিকূল আবহাওয়া
ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত: উদ্ধারে বাধা প্রতিকূল আবহাওয়া
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ