X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

রাজনৈতিক দলগুলোর ইশতেহারে যক্ষ্মা প্রতিরোধে অঙ্গীকার থাকা দরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৩আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২০:৫৩

গোলটেবিল বৈঠক ‘২০১৮ সালে দেশে প্রতি ১ লাখে ২২১ জন যক্ষ্মা রোগে আক্রান্ত হয় এবং  ৩৬ জন মৃত্যুবরণ করে।  প্রতি বছর নতুন করে যক্ষ্মা রোগে আক্রান্ত হচ্ছে ৩ লাখ ৬৪ হাজার জন। এই অবস্থায় রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ইশতেহারে যক্ষ্মারোগ নির্মূলে অঙ্গীকার থাকা দরকার।’
সোমবার (১০ ডিসেম্বর) ‘সক্রিয় ভূমিকার মাধ্যমে যক্ষ্মারোগ শনাক্তকরণ ও রোগ প্রতিরোধ নিশ্চিতকরণ’ শীর্ষক সাংবাদিকদের সঙ্গে গোলটেবিল বৈঠকে এ কথা বলেন ন্যাশনাল টিউবার কিউলোসিস প্রোগ্রাম (এনটিপি) বাংলাদেশ অন গ্লোবাল ফান্ড অ্যান্ড এমডিআর-টিবি’র উপদেষ্টা ডা. মো. আব্দুল হামিদ সালিম।
মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে এনটিপি, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম ও ব্র্যাক যৌথভাবে এই বৈঠকের আয়োজন করেছে। ডা. মো. আব্দুল হামিদ সালিম বলেন, গত ১৭ বছরে ২৬ লাখ ৯৬ হাজার ৭১ জন যক্ষ্মারোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের এমবিডিসি অ্যান্ড টিবি-লেপ্রসি অ্যান্ড এএসপি প্রোগ্রামের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. সামিউল ইসলাম বলেন, ১ হাজার ১শ ৫০টি কেন্দ্রে আমরা যক্ষ্মারোগের জীবাণু (কফ) পরীক্ষা করে থাকি। এই পরীক্ষার মাধ্যমে ৫০ ভাগ যক্ষ্মা রোগী শনাক্ত করা সম্ভব হয় না। আমরা এখন জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে যক্ষ্মা শনাক্তের কাজ করছি। ২০২০ সালের মধ্যে দেশের সব উপজেলায় জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে যক্ষ্মার জীবাণু পরীক্ষা করা হবে। তিনি বলেন, আমাদের লক্ষ্য ২০২২ সালের মধ্যে ৪০ লাখ যক্ষ্মা রোগীকে চিকিৎসার আওতায় আনা।
ব্র্যাকের কমিউনিকেবল ডিজিজ অ্যান্ড ওয়াশ প্রোগ্রামের পরিচালক ডা. আকরামুল ইসলাম বলেন, ‘যক্ষ্মা চার হাজার বছরের পুরানো একটি রোগ। একটি সময় এই রোগ হলে কেউ রক্ষা পেত না। কিন্তু এখন বাংলাদেশ সরকার সম্পূর্ণ বিনামূল্যে যক্ষ্মা রোগীকে ওষুধ দিয়ে এই রোগ নির্মূলে কাজ করে যাচ্ছে। এই অবস্থায় যক্ষ্মা রোগ নির্মূলে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার থাকা দরকার।’
এ সময় আরও বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিক্যাল অফিসার ডা. মায়া সাপাল নাগন, ডেমিয়েন ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর অং কে জি মং।
স্বাগত বক্তব্য রাখেন ব্রাকের কমিউনিকেশন ডিজিজ প্রোগ্রামের অ্যাসোসিয়েট ডিরেক্টর ডা. মাহফুজা রিফাত।

/টিওয়াই/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা