X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউ ও ঢামেকে বিজয় দিবস উদযাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৮, ১৯:০০আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৯:০৪

জাতীয় স্মৃতিসৌধে বিএসএমএমইউ’র শ্রদ্ধা নিবেদন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, ক্যাম্পাসে আলোকসজ্জা ও রোগীদের বিশেষ খাবার পরিবেশন করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার জানান, রবিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিএসএমএইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে সকাল ৬টা ৪০ মিনিটে বি ব্লকে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ৮টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য। এরপর সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ প্রমুখ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ডীন, শিক্ষক ও ছাত্রছাত্রী, বিভাগীয় চেয়ারম্যান, অফিস প্রধান, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও ব্রাদার, মেডিক্যাল টেকনোলজিস্ট, কর্মচারীরা মহান বিজয় দিবসের কর্মসূচিতে অংশ নেন।

মহান বিজয় দিবস ও জাতীয় ছুটির দিন হলেও এই দিন (১৬ ডিসেম্বর) সরকারি হাসপাতালগুলোর জরুরি বিভাগ খোলা ছিল। জরুরি রোগীদের চিকিৎসা দেন দায়িত্বরত চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীরা।

বাংলা ট্রিবিউনের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল প্রতিনিধি আমিনুল ইসলাম বাবু জানান, ঢামেকে সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতীয় স্মৃতিসৌধে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদ ও পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে এম নাসির উদ্দিনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দুপুরে হাসপাতালে রোগীদের জন্য বিশেষ খাবার পরিবেশন করা হয়। হাসপাতালের মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

/টিওয়াই/এআইবি/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানবপাচার: মিল্টন সমাদ্দার আবার ৪ দিনের রিমান্ডে
মানবপাচার: মিল্টন সমাদ্দার আবার ৪ দিনের রিমান্ডে
ট্রেন ছাড়ছে না সময়মতো, যাত্রীদের ভোগান্তি
ট্রেন ছাড়ছে না সময়মতো, যাত্রীদের ভোগান্তি
সুন্দরবনে ২২ বছরে ৩২ বার আগুন, তদন্ত হলেও সমাধান নেই
সুন্দরবনে ২২ বছরে ৩২ বার আগুন, তদন্ত হলেও সমাধান নেই
বাজেটে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫ হাজার করাসহ ১১ দাবি
বাজেটে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫ হাজার করাসহ ১১ দাবি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি