X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ১১৮ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৯, ১৯:৫১আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১৯:৫৩

২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ১১৮ জন গত ২৪ ঘণ্টায় (৯ নভেম্বর সকাল ৮টা থেকে ১০ নভেম্বর সকাল ৮টা) নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৮ জন। এর আগে ২৪ ঘণ্টায় রোগী সংখ্যা ছিল ১৪৩ জন। রবিবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে  এই তথ্য জানা গেছে।

কন্ট্রোল রুম আরও জানায়, একই সময়ে দেশের হাসপাতালগুলো থেকে চিকিৎসা নিয়ে ছাড়পত্র নিয়েছেন ১৪০ জন। কন্ট্রোল রুম আরও জানায়, ৭ নভেম্বর হাসপাতালে ভর্তি ছিল ১৯৮ জন, ৬ নভেম্বর ছিল ১৮৪ জন, ৫ নভেম্বর ছিল ১৮৯ জন, ৪ নভেম্বর ছিল ১৭৪ জন ও ৩ নভেম্বর এ সংখ্যা ছিল ১৮৪ জন।

কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার জানান, হাসপাতালে ভর্তি হওয়া ১১৮ জনের মধ্যে রাজধানী ঢাকার ২৯ টি বেরসরকারি ও ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন। সারাদেশের হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ জন। ছাড়পত্র পাওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরীর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৬৪ জন। সারাদেশের হাপসাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৭৬ জন।

সারাদেশে বর্তমানে মোট ভর্তি আছেন ৭৭৪ জন, এর মধ্যে ঢাকায় রয়েছেন ৩২৬ জন আর ঢাকার বাইরে আছেন ৪৪৮ জন। সারাদেশে ইতোমধ্যে ৯৯ শতাংশ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন।

প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৯৭ হাজার ৮০১ জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানায় কন্ট্রোল রুম। এর মধ্যে এখন পর্যন্ত ৯৬ হাজার ৭৭৬ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৫১জনের মৃত্যুর তথ্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। সেখান থেকে ১৭৯টি মৃত্যু পর্যালোচনা করে প্রতিষ্ঠানের ডেথ রিভিউ কমিটি ১১২টি মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের হিসাব থেকে জানা যায়, এই বছরের জানুয়ারিতে ডেঙ্গুতে আক্রান্ত হন ৩৮ জন, ফেব্রুয়ারিতে ১৮ জন, মার্চে ১৭ জন, এপ্রিলে ৫৮ জন, মেতে ১৯৩ জন, জুনে এক হাজার ৮৮৪ জন, জুলাইতে ১৬ হাজার ২৫৩ জন, আগস্টে ৫২ হাজার ৬৩৬ জন, সেপ্টেম্বরে ১৬ হাজার ৮৫৬ জন, অক্টোবরে আট হাজার ১৪৩ জন ও নভেম্বরে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক হাজার ৯৭ জন।

/জেএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোটের প্রচারণায় সরকারি কর্মচারী
ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোটের প্রচারণায় সরকারি কর্মচারী
১৩৯ উপজেলায় ভোট বুধবার, কেন্দ্রে গেলো সরঞ্জাম
১৩৯ উপজেলায় ভোট বুধবার, কেন্দ্রে গেলো সরঞ্জাম
‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
বিচারপ্রার্থীদের প্রসঙ্গে প্রধান বিচারপতি‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা