X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সুজেয় শ্যাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২০, ০০:১২আপডেট : ২৮ মে ২০২০, ০০:১৪

সুজেয় শ্যাম শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ হওয়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক সুজেয় শ্যাম হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। তার মেয়ে রূপা মঞ্জরী শ্যাম লিজা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
লিজা বলেন, ‘বাবা আগের চেয়ে ভালো আছেন, নিজ থেকেই শ্বাস নিতে পারছেন। আজ (২৭ মে) তার কোভিড-১৯ পরীক্ষা করার জন্য নমুনা দেওয়া দেওয়া হয়েছে। হাসপাতাল থেকেই স্যাম্পল নিয়ে তারা আমাদের ডিসচার্জ করে দিয়েছে।’
প্রসঙ্গত, শ্বাসকষ্ট নিয়ে সুজেয় শ্যাম অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে নেওয়া হয় রাজধানীর বিআইএইচএস জেনারেল হাসপাতালে। গতকাল (২৬ মে) সেখানে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। তাই রাতেই তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, সুজেয় শ্যামের ফুসফুসে সংক্রমণ আগে থেকেই রয়েছে। গত কয়েকদিন ধরে শ্বাস নিতে সমস্যা হচ্ছিল তার।
দেশ স্বাধীনের আগ থেকে সংগীত নিয়ে কাজ করে চলেছেন সুজেয় শ্যাম। মুক্তিযুদ্ধের সময়ে স্বাধীন বাংলা বেতারে প্রচারিত তার সুর করা গানগুলোর মধ্যে ‘বিজয় নিশান উড়ছে ঐ’, ‘রক্ত দিয়ে নাম লিখেছি, বাংলাদেশের নাম’, ‘আজ রণ সাজে বাজিয়ে বিষাণ’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘ওরে আয়রে তোরা শোন’, ‘আয়রে চাষি-মজুর কুলি’, ‘রক্ত চাই, রক্ত চাই’, ‘আহা ধন্য আমার’ উল্লেখযোগ্য।
হাছন রাজাকে নিয়ে নির্মিত ‘হাছন রাজা’ (২০০২) চলচ্চিত্রের সংগীত পরিচালনা করে পান প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের বিশেষ অনুরোধে এই চলচ্চিত্রের একটি গানেও কণ্ঠ দেন তিনি। পরবর্তী সময়ে ‘জয়যাত্রা’ ও ‘অবুঝ বউ’ চলচ্চিত্রের গানের সংগীত পরিচালনা করে যথাক্রমে ২০০৪ ও ২০১০ সালে একই পুরস্কার লাভ করেন তিনি।

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী