X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মরদেহ সংরক্ষণে দুর্ভোগে ঢামেক

আমিনুল ইসলাম বাবু
০৬ আগস্ট ২০২১, ০০:০৪আপডেট : ০৮ আগস্ট ২০২১, ০৯:৫৩

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে মরচুয়ারি কুলার (মরহেদ রাখার ফ্রিজ) নিয়ে দুর্ভোগ বহুদিনের। যে ক’টি মরচুয়ারি কুলার রয়েছে সেগুলো বেশ পুরনো। প্রায়ই বিকল হয়ে পড়ে। সেগুলো মেরামত করতে হয় মাঝে মাঝেই। নতুন দুটি কুলার স্থাপন করা হলেও টেনেটুনে চালাতে হচ্ছে কর্তৃপক্ষকে। বড় কোনও দুর্ঘটনা ঘটলেই পড়তে হয় বিপাকে। আবার পরিচয়হীন মরদেহ দীর্ঘদিন ফ্রিজে রাখার কারণেও দেখা দেয় সংকট। কর্তৃপক্ষ জানালো, মর্গের কুলার নিয়ে শিগগিরই কেটে যাবে জটিলতা।

ঢামেকের মর্গ সহকারী সেকান্দর আলী জানালেন, এখন পাঁচটি মরচুয়ারি কুলার রয়েছে। একটিতে চারটি করে ২০টি মরদেহ রাখা যায়। একটি আবার বিকল।

 স্থাপনার জন্য জায়গাটি পরিস্কার করা হচ্ছে সেকান্দর আলী আরও জানান, ‘অস্বাভাবিক মৃত্যুতে ময়নাতদন্তের জন্য মরদেহ প্রথমে ফ্রিজিং-এ রাখা হয়। পরে সংশ্লিষ্ট থানাকে জানালে তারা সুরতহাল করে। এরপর ময়নাতদন্ত করেন ফরেনসিক চিকিৎসকরা। আবার যে মরদেহের পরিচয় পাওয়া যায় না, সেগুলো ফ্রিজিং করতে হয় অনেকদিন। এখন যে ধারণক্ষমতার মরচুয়ারি আছে তা নিয়ে হিমশিম খেতে হয় আমাদের।’

সংশ্লিষ্টরা বলেন, যে কোনও প্রাকৃতিক দুর্যোগ বা বড় দুর্ঘটনা ঘটলে সমস্যায় পড়তে হয়। সম্প্রতি মগবাজার ও রূপগঞ্জের ঘটনায় পরিচয় না পাওয়া সব মরদেহ ঢামেকের মরচুয়ারিতে রাখা যায়নি। এরপরও কোনোমতে ২৫টি মরদেহ রাখা হয়েছিল। বাকিগুলো সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখতে হয়েছিল। এছাড়া, আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় তিন বিদেশির মরদেহও দীর্ঘদিন মরচুয়ারিতে পড়ে আছে।

মর্গের প্রবেশ পথ এ ব্যাপারে জানতে চাইলে ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ মাকসুদ বলেন, ‘এ সমস্যা দীর্ঘদিনের। বিষয়টি কলেজের প্রিন্সিপালের মাধ্যমে সংশ্লিষ্টদের জানানো হয়েছে। কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন। ইতোমধ্যে সরকারি নিয়ম অনুসারে দরপত্র ডাকা হয়েছে। রেডক্রসের পক্ষ থেকেও বড় আকারে একটি মরচুয়ারি দেওয়ার কথা হয়েছে।’

কতটি মরদেহ রাখা যাবে সেই মরচুয়ারিতে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা এখনও জানতে পারেননি। আমরা শুধু স্থাপনার জন্য জায়গা দেখিয়ে দিয়েছি।’

তিনি বলেন, রেডক্রস ও সরকারের পক্ষ থেকে দেওয়া মরচুয়ারি স্থাপন হলে আর সমস্যা থাকবে না। ফরেনসিক বিভাগের মর্গকেও আরও আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

/এফএ/
সম্পর্কিত
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
কমলাপুর স্টেশন থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
দিয়াবাতেকে ছাড়া মোহামেডানের হোঁচট, ৫ গোলের ম্যাচে ব্রাদার্সের চমক
দিয়াবাতেকে ছাড়া মোহামেডানের হোঁচট, ৫ গোলের ম্যাচে ব্রাদার্সের চমক
সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ