X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ন্যাশনাল এনসিডি মিডিয়া অ্যাওয়ার্ড পেলো বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২২, ০১:৩৪আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ০১:৩৪

অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ সম্মেলনে ন্যাশনাল এনসিডি মিডিয়া অ্যাওয়ার্ড সম্মাননা পেয়েছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম।

সংগঠনের সভাপতি রাশেদ রাব্বি ও সাধারণ সম্পাদক হাসান সোহেলের হাতে শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি এ সম্মাননা তুলে দেন।

ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ২৬ জানুয়ারি শুরু হওয়া তিন দিনব্যাপী প্রথম জাতীয় অসংক্রামক রোগ সম্মেলন শুক্রবার রাতে শেষ হয়। বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামসহ ৩০টি দেশি বিদেশি প্রতিষ্ঠান এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে অসংক্রামক বিভিন্ন রোগের বিষয় নি্য়ে বিশেষজ্ঞরা মতামত দেন। তুলে ধরেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যত করণীয়।

সম্মেলনের প্রথম দিনে চিকিৎসকরা জানান, দেশে ১০ জনের মধ্যে ৭ জনই অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। অর্থাৎ উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও ক্যান্সারসহ আরও কয়েকটি রোগে ৭০ শতাংশের বেশি মানুষ মারা যাচ্ছেন। ৩০-৭০ বছর বয়সীরা মারা যাচ্ছেন বেশি। এ মৃত্যু এসডিজি বাস্তবায়নের জন্য বড় বাধা বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

তারা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে যাদের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস আছে এমন তিনজনের একজন কিডনি রোগে ভুগছেন এবং সেটা তারা জানেন না।

দেশের ১০০ জনের মধ্যে ৫০ জনই জানেন না যে তারা উচ্চ রক্তচাপে আক্রান্ত। এদের আবার অর্ধেকেরই বেশি জানেন না উচ্চ রক্তচাপ তাদের নিয়ন্ত্রণের বাইরে। ৭৭ ভাগ রোগী ওষুধ খাচ্ছেন ঠিকই, কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণে নেই। একই অবস্থা ডায়াবেটিসের ক্ষেত্রেও।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, অসংক্রামক রোগ বাংলাদেশের জন্য ক্রমবর্ধমান স্বাস্থ্যঝুঁকি ও উদ্বেগের কারণ হচ্ছে। শতকরা ৬৭ শতাংশ মৃত্যুর জন্য দায়ী এটি।

দেশে ২০ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে, ১০ শতাংশ ডায়াবেটিসে ভোগে। প্রতি বছর এই তালিকায় ৫০ হাজার মানুষ যোগ হয় জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জীবন যাত্রার পরিবর্তন, খাদ্যাভ্যাসে পরিবর্তন, ওবেসিটি, তামাকের ব্যবহার, পরিবেশ দূষণ, অপর্যাপ্ত কায়িক পরিশ্রম, ওষুধের অপব্যবহারের কারণে দেশে অসংক্রামক রোগ বেড়েই চলেছে। এটি প্রতিরোধে নিয়মিত চেকআপ ও ‘আর্লি ডিটেকশন’ এনসিডিসি প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ।

সম্মেলনের দ্বিতীয় দিনে চিকিৎসকরা বলেন, করোনার চেয়ে দেশে ১০-২০ গুণ বেশি মানুষের মৃত্যু হয় অসংক্রামক রোগে। একে গুরুত্ব না দিলে ২০৪০ সালে এই হার ৮০ শতাংশে উঠে যেতে পারে।

স্বাস্থ্য অর্থ ইউনিটের মহাপরিচালক মোহাম্মদ শাহাদাত হোসাইন মাহমুদ বলেন, ‘কোভিডে সারা বিশ্ব এই মুহূর্তে ক্রান্তিকাল অতিক্রম করছে। আমাদের দেশে কোভিডে যে মৃত্যু, অসংক্রামক কোনও কোনও রোগে মৃত্যু তার চেয়ে ১০-২০ গুণ বেশি। শুধু ধূমপানজনিত কারণে দেশে প্রতিদিন গড়ে মারা যাচ্ছেন ৩০০ জন। ক্যান্সার, টিবি, হৃদরোগ এসবই অসংক্রামক এবং এগুলোর যে মৃত্যুর হার, প্রত্যেকটির ক্ষেত্রে তা কোভিডের তুলনায় অন্তত ৫ গুণ বেশি। তারপরও আমরা শুধু সংক্রামক রোগের প্রতিই বেশি গুরুত্ব দিচ্ছি।’

/জেএ/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই