X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

স্কুল বন্ধে ঘুরতে যাওয়া দুঃখজনক: স্বাস্থ্যমন্ত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২২, ১৪:৪৮আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১৯:২১

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের দাপটে সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রভাব প্রতিরোধে দেশের স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে সরকার। তবে এই সুযোগে ছেলেমেয়েদের নিয়ে অনেক অভিভাবক ঘুরতে বের হচ্ছেন জানিয়ে এ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘স্কুল বন্ধ। কিন্তু (অভিভাবকরা) ছেলেমেয়েদের নিয়ে বেড়াতে যাচ্ছেন, এটা দুঃখজনক।’ 

রবিবার (৩০ জানুয়ারি) রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমরা কক্সবাজার যাচ্ছি, মেলায় যাচ্ছি... একদিকে অর্ধেক লোকবল দিয়ে দফতর চালাচ্ছি, অন্যদিকে বাইরে ঘোরাঘুরি করছি, ঢাকার বাইরে চলে যাচ্ছি।’ অভিভাবকদের এ বিষয়ে সচেতন হওয়ারও তাগিদ দেন স্বাস্থ্যমন্ত্রী। 

ওমিক্রন ‘মৃদু বলে উড়িয়ে দেওয়া যাবে না’ হুঁশিয়ারি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে ওমিক্রন ঊর্ধ্বমুখী, প্রতিদিন এখন ১০-১৫ হাজার আক্রান্ত হচ্ছে। আক্রান্তের হার ১৫-২০ গুণ বেড়েছে। আক্রান্তের হার যেহেতু বেড়েছে মৃত্যুর হারও বাড়বে, ইতোমধ্যে মৃত্যুর হার ৪ গুণ বেড়েছে। লাগাম টেনে না ধরলে সামনে আরও বাড়বে। আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে।’

ওমিক্রন আসার পর থেকে হাসপাতালে রোগী বাড়ছে জানিয়ে সামনে আরও বেশি রোগীর আশঙ্কা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা ভ্যাকসিন দিচ্ছি, তাতে মৃত্যুর হার কম আমাদের। আমাদের দেশে হয়তো আক্রান্তের সংখ্যা আরও বেশি, কারণ সবাই পরীক্ষা করে না। আমার ধারণা আক্রান্তের সংখ্যা আরও বেশি।’ এর কারণ হিসাবে ‘বেপরোয়া চলাফেরাকে’ দায়ী করেন জাহিদ মালেক।

এসময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর, অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরাসহ স্বাস্থ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসও/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
আনু মুহাম্মদের চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
সারা দেশে হাসপাতালের শয্যা খালি রাখার নির্দেশ
সর্বশেষ খবর
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা