X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বিরল রোগ ট্রিম্যান, চিকিৎসা সম্ভব বাংলাদেশেই

জাকিয়া আহমেদ
৩০ জানুয়ারি ২০১৬, ১৯:৪৬আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১৯:৪৮

ট্রিম্যান রোগে আক্রান্ত  আবুল হোসেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের পাঁচতলায় উঠে যখন ৫১৫ নম্বর কেবিনের খোঁজ করছি, তখনই একজন বললেন, ‘গাছমানুষকে দেখতে এসেছেন?’ এরপরই কেবিনটি দেখিয়ে দিলেন তিনি। তখনও ভাবিনি, লোকমুখের এ প্রচলিত কথাটিকে চিকিৎসকরাও রোগের নাম হিসেবে নির্ধারণ করেছেন। কারণ, রোগটির নাম এখন পর্যন্ত অজানা চিকিৎসা বিজ্ঞানে। তাই রোগটির নামকরণ করেছেন ‘ট্রিম্যান’। তবে, আশার কথা হচ্ছে, চিকিৎসার জন্য ভারত থেকে আবুল হোসেনকে ফিরিয়ে দিলেও ঢামেকের চিকিৎসকরা বলছেন, এর পুরোটা না হলেও অনেকখানি চিকিৎসা করতে সক্ষম হবেন তারা।
এ প্রসঙ্গে ঢামেকের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বলেন, এ রোগের চিকিৎসার প্রাথমিক ধাপ হিসেবে রবিবার সকালে একটি মেডিক্যাল বোর্ড  গঠন করা হবে। আমরা প্রথমে চেষ্টা করব তার আঙুলগুলো ফিরিয়ে আনার, তাহলে তিনি নিজের হাতে খাওয়া-দাওয়া করতে পারবেন, কাপড় পরতে পারবেন। এতে তার অনেকখানি রিলিফ হবে। পরে ধীরে-ধীরে তার পায়ের চিকিৎসা আমরা করব। তিনি  আরও বলেন, খুলনা থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয় তার বিষয়ে। তখন তাকে আমি ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করি।
ডা. সামন্ত লাল সেন জানালেন, এটি বিশ্বে একটি বিরল রোগ। এর আগে ইন্দোনেশিয়ায় প্রথম, রোমানিয়ায় দ্বিতীয় রোগী পাওয়া গেছে। আবুল হোসেন বিশ্বে তৃতীয় ও বাংলাদেশে প্রথম রোগী।
রোগটির নাম এখন পর্যন্ত ‘ট্রিম্যান’ রোগ। কারণ হাত-পায়ের আঙুল থেকে বের হওয়া উপসর্গগুলো দেখতে অনেকটা গাছের শেকড়ের মতো।

২৬ বছরের তরুণ আবুল হোসেন শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি হয়েছেন। সঙ্গে রয়েছেন মা ও বড় বোন। দুপুরে বার্ন ইউনিটের পঞ্চম তলার কেবিনে গিয়ে দেখা যায়, বিছানায় আবুল বসে রয়েছেন। তাকে খাইয়ে দিচ্ছেন মা আমেনা বেগম। বৃদ্ধা এই মানুষটিই এখন আবুল হোসেনকে খাওয়া, কাপড় পরানো, গোসল করানোসহ যাবতীয় কাজ করে দেন।

আবুল হোসনের মা  বাংলা ট্রিবিউনকে বলেন, দশ বছর আগে ছেলের হাত-পায়ে ছোট-ছোট সাদা আঁচিলের মতো দেখা যায়। তখন খুলনায় হোমিওপ্যাথি ওষুধ খাইয়েছি, ধীরে-ধীরে সেই আঁচিল থেকে শেকড়ের মতো বের হতে থাকে। কোনও উন্নতি হয়নি দেখে প্রায় পাঁচ বছর আগে ভারতে নিয়ে যাই। সেখানে প্রায় পাঁচ-ছয়বার ডাক্তার দেখিয়েছি। কিন্তু কোনও কাজ হয়নি। এখন তারা বলেন, বেঙ্গালুরে নিয়ে যেতে। কিন্তু এত টাকা আমরা কোথায় পাব? তখন খুলনার ডাক্তাররা এই ব্যবস্থা করে দিয়েছেন। আবুলের বৃদ্ধ বাবা ভ্যানগাড়ি চালান। মানুষের কাছে ধার-দেনা করে ভারতে গিয়েছি। কিন্তু মানুষই আর কত দেবে?

আবুল হোসেন বলেন, তিনি আগে ভ্যান গাড়ি চালাতেন কিন্তু  হাতের আঙুল থেকে যখন এই শেকড় বের হতে থাকে, তখন থেকে আর কোনও কাজ করতে পারেন না।

আবুলের বোন আদুরি বেগম জানালেন, আট ভাইবোনের মধ্যে আবুল হোসেন ষষ্ঠ। বিয়ে করেছেন, সাড়ে তিন বছরের একটি মেয়েও রয়েছে। মেয়েটি বাবার হাত-পা ধরে বসে থাকে চুপচাপ।

আবুল হোসেন জানালেন, তার হাতে-পায়ে সবসময় তীব্র যন্ত্রণা ও জ্বালা-পোড়া হয়। হাত ভারী মনে হয় পাথরের মতো। তাই তিনি সবসময় গুঁটিশুটি করে বসে থাকেন। হাত-পা ছড়িয়ে বসলেই যন্ত্রণা বেশি হয়। তিনি বলেন, ‘আমি এই যন্ত্রণা থেকে বাঁচতে চাই, আর ভালো লাগে না এই অসহ্য যন্ত্রণা।’

ডা. সামন্ত লাল সেন বাংলা ট্রিবিউনকে বলেন, বিরল এই রোগটি হয় সাধারণত হিউম্যান প্যাপিরাস নামক একটি ভাইরাস থেকে। আবুলের মা বলেন, কয়েকবছর আগে এলাকায় বন্যা হয়েছিল। আমি ধারণা করছি, সেখান থেকে এই ভাইরাসটি আবুল হোসেনকে আক্রমণ করেছে।

ডা. সেন জানান, তারা আবুল হোসেনের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করবেন। এমনকি আবুল হোসেন ও তার মায়ের খাওয়া-দাওয়া ও থাকার খরচও দেবে হাসপাতাল কর্তৃপক্ষ।  

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলবে
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলবে
ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় প্রাণ গেলো ব্যবসায়ীর
ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় প্রাণ গেলো ব্যবসায়ীর
ভুয়া মৃত সনদ নিজেই তৈরি করতো মিল্টন: হারুন অর রশীদ
ভুয়া মৃত সনদ নিজেই তৈরি করতো মিল্টন: হারুন অর রশীদ
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ