X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

পোড়া ক্ষত কেড়ে নিয়েছে ঈদের আনন্দ

আরমান ভূঁইয়া
১৩ এপ্রিল ২০২৪, ০২:৫৬আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১৬:০১

কলেজ পড়ুয়া শিক্ষার্থী পায়েল। থাকেন রাজধানীর বংশাল মুসলিম কোয়াটারের ৩৬ নম্বর ভবনের চতুর্থ তলায়। বাবা একজন পরিচ্ছন্নতাকর্মী। প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতর উদযাপন করতে হাতে মেহেদী দিয়েছিলেন। কিনেছিলেন ঈদের নতুন পোশাক। অথচ সেই ঈদের আনন্দ উদযাপন করা হয়নি পায়েলের। শরীরের পোড়া ক্ষত নিয়ে ঈদের দিনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছিলেন তিনি।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ৯০১ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর বেডে চিকিৎসাধীন পায়েল। শুধু পায়েল নয়, তার মতো আগুনে পুড়ে হাসপালের বিছানায় ঈদ কেটেছে শিশু, নারী-পুরুষসহ প্রায় পাঁচ শতাধিক পোড়া রোগীর।

শুক্রবার (১২ এপ্রিল) ঈদের দ্বিতীয়দিন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কথা হয় পায়েলের বাবা মো. জাহাঙ্গীরের সঙ্গে। তিনি বলেন, ‘৩০ রমজান (১০ এপ্রিল) সেহরি খাওয়ার পর জানালার পাশে দাঁড়িয়ে ছিল পায়েল। হটাৎ ভবনের পাশে বিদ্যুতের ট্রান্সমিটার ব্লাস্টের আগুন এসে পায়েলের মুখসহ সামনের অংশ পুড়ে যায়।

কান্নাজড়িত কণ্ঠে জাহাঙ্গীর বলেন, ‘আমার মেয়ে হাতে ঈদের মেহেদী লাগাইছে। নতুন কাপড় কিনছে। কিন্তু সে আর ঈদ আর করতে পারলো না। শুধু পায়েল না, আগুনে আমার তিন সন্তানসহ পরিবারের সবার ঈদ কেড়ে নিছে।’

ঈদের দ্বিতীয় দিন (শুক্রবার) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে গিয়ে দেখা যায়, বিভিন্ন কারণে আগুনে পুড়ে যাওয়া প্রায় পাঁচ শতাধিক রোগী ভর্তি আছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে।

নোয়াখালীর মাইজদীতে ঈদের দিন সকালে নতুন পোশাক পড়ে খেলা করছিল দুই বছরের বছরের শিশু মো. রোহান। এসময় গরম ডাল ঘায়ে পড়ে পুরো শরীর পুড়ে যায়। সে হাসপাতালের জরুরি বিভাগের ৯ নম্বর বেডে চিকিৎসাধীন।

কথা হয় রোহানের বাবা মো. ফরহাদের সঙ্গে। তিনি বলেন, ‘আমার বাচ্চাটা ঈদের নতুন পোশাক পড়ে খেলছিল। সামান্য ভুলের কারণে ছেলেটা পোড়া ক্ষত নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। ঈদ তো দূরে থাক, পরিবারের সবাই এখন আহাজারি করছে।’

SH-burn-institute-1B-20190720200310175118

একই ওয়ার্ডের চার নম্বর বেডে চিকিৎসা নিচ্ছে নারায়গঞ্জের সোনারগাঁও ক্ষংসারদী এলাকা থেকে আসা চার বছর বয়সী শিশু মীম। শিশুটির বাবা মো. ওমর ফারুক বলেন, ‘মীম ঈদের নতুন পোশাক পড়ে বাড়ির সামনে খেলা-ধুলা করছিল। তখর পাশের একজনের ম্যাচের আগুন থেকে কাপড়ে আগুন লেগে যায়। এতে আমার মেয়ে শরীরের অধিকাংশ অংশ পুড়ে যায়। আমার মেয়েটা নতুন কাপড় পড়েও ঈদের আনন্দ নিতে পারলো না। তার এই অবস্থা দেখে এখন পর্যন্ত পরিবারের কেউ ঈদের খাবার খেতে পারছে না।’

হাসপাতাল সূত্রে জানা যায়, ঈদের দুই দিন ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শতাধিক পোড়া রোগী এসেছে। এর মধ্যে প্রায় ৩০ জন রোগীকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল বলেন, ঈদের দুইদিন বিভিন্ন কারণে দগ্ধ রোগীরা চিকিৎসা নিতে বার্ন ইনস্টিটিউটে আসেন। এর মধ্যে প্রায় ৩০জন রোগীদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে হাসপাতালে প্রায় পাঁচ শতাধিক দগ্ধ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ডা. পার্থ শংকর পাল আরও বলেন, ঈদের দিন দুপুরে হাসপাতালে ঈদ স্পেশাল খাবার দেওয়া হয়েছে। এটা প্রতি বছরই হাসপাতাল কর্তৃপক্ষ করে থাকে।

/এফএস/
সম্পর্কিত
দুই দফা অভিযানেও খোঁজ মেলেনি শিশুটির
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
সর্বশেষ খবর
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে